ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র-ছাত্রীদের স্বচ্ছ ভারত অভিযান
নায়ীমুল হকের প্রতিবেদন : আগস্ট এর প্রথম দিনে এবং ভারতের ইতিহাসে পঁচাত্তর তম স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট পালনের শুভক্ষণ মনে রেখে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এর সমাজবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা স্বচ্ছ ভারত অভিযান ও অমৃত মহোৎসব পালন করলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায়।
‘কলকাতা -এ সিটি অফ জয়’, এ কথা মনে রেখে সেন্ট জেভিয়ার্স কলেজ-এর ছাত্র-ছাত্রীরা শহরকে সাজিয়ে তুলতে এই পরিচ্ছন্নতা অভিযান চালান। তাদের এই উদ্যোগে এলাকাবাসী যার পর নাই খুশি, পথচারীদের প্রশংসাও কুড়িয়েছে ছাত্র-ছাত্রীরা।
মহান ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পকেও বাস্তবায়িত করে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা।
সেন্ট জেভিয়ার্স কলেজ এর সমাজসেবা মূলক এই প্রকল্প এলাকার ভ্রমণকারীদের আরো সমাজ সচেতন হওয়ার প্রতিও দৃষ্টি আকর্ষণ করে।
ঘন্টাখানেকের এই স্বচ্ছতা অভিযানে তারা রাস্তায় ফেলে যাওয়া প্রায় ৩০ বস্তা আবর্জনা কুড়িয়েছে। এর বেশিরভাগই এসেছে অসাবধানতাবশত এখানে ওখানে জিনিসপত্র ফেলে দেওয়ার বদ অভ্যাস থেকে। ফেলে যাওয়া কাগজ,উচ্ছিষ্ট খাদ্যের থালা বাটি,জলের প্লাস্টিক বোতলই ছিল বেশিরভাগ। এগুলো একত্রিত করে বর্জ্য আবর্জনা বিজ্ঞান নির্ভর ব্যবস্থাপনায় নিষ্কাশন করে দেয়া হয়।
এই স্বচ্ছ ভারত অভিযানে নেতৃত্বে ছিলেন মহিমা হাজারিকা এবং প্রায় তিরিশ জন শিক্ষার্থী। কলেজ পড়ুয়াদের দ্বারা গর্বের কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় এ ধরনের পরিচ্ছন্নতা আনয়নের কাজ এক নজির সৃষ্টি করল বলে অনেকে মনে করছেন। এই উদ্যোগে অনুপ্রাণিত হবে পাশাপাশি কলেজ, ইউনিভার্সিটি কিংবা স্কুলের ছাত্র-ছাত্রীরাও।
এদিনের এই বিশেষ তৎপরতায় উৎসাহ দিয়ে সহযোগিতা প্রদান করেছেন ড:সুজাতা দত্ত হাজারিকা(ইগনু) এবং সুজাত মিত্র (দূরদর্শন)।