কলকাতা 

কুণাল নয়, তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলার’ নতুন সম্পাদক হলেন সুখেন্দুশেখর রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে দলের সব পদ থেকে সরিয়ে দিয়েছে।স্বাভাবিকভাবে মনে করা হচ্ছিল জাগো বাংলার সম্পাদক পদ থেকে পার্থকে সরিয়ে কুণালকে দায়িত্ত্ব দেওয়া হবে। কিন্তু না সম্ভবত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলীয় মুখপত্র এর দায়িত্ব দেওয়া হলো সুখেন্দুশেখর রায়। বৃহস্পতিবার দলের তরফে এই সিদ্ধান্তের কথা কথা জানানো হয়েছে। এতদিন এই দায়িত্ব সামলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলা’। এতদিন এর সম্পাদকের দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। মনে করা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট কুনালকেই সম্পাদকের দায়িত্বে আনা হবে। কিন্তু তা হলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এই বিষয়ে সবুজ সংকেত দেননি বলে জানা গেছে।

Advertisement

তাই পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় জাগো বাংলার দায়িত্ব পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ