কলকাতা 

Calcutta High Court: বিক্ষোভ আন্দোলনের অধিকার থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য নয়, ‘কলকাতা বিক্ষোভের নগরী’ হতে পারে না বলল হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ কর্মসূচি চলতে পারে না। বিক্ষোভ এবং আন্দোলন করার অধিকার সংবিধান দিয়েছে ঠিকই কিন্তু সেই সংবিধানকে মান্যতা দিতে হবে নিয়ম মেনে। আজ কলকাতা হাইকোর্ট এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছে।

আজ মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের মন্তব্য, ‘‘প্রতিবাদ করুন। কিন্তু আর কত দিন? কলকাতা শহর বিক্ষোভের নগরী হতে পারে না। আপনাদের যা অভিযোগ সেটা তো সিবিআই তদন্ত করছে।’’ যদিও ধর্নার অনুমতি না দেওয়ার কারণে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে উচ্চ আদালত। আগামী ২৫ সেপ্টেম্বর ফের মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

চাকরির দাবিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে প্রতিবাদ করতে চেয়েছিলেন কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। পুলিশ অনুমতি না দেওয়ায় তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সওয়াল, ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ বা বিক্ষোভ করার অধিকার রয়েছে। কিন্তু সেই দাবি কেড়ে নেওয়া হচ্ছে। পাল্টা রাজ্যের আইনজীবীর যুক্তি, তিন দিনের অনুমতি চেয়ে তিন মাস হল প্রতিবাদ কর্মসূচি চলছে। পুলিশের সঙ্গে ভাল ব্যবহার করেননি প্রতিবাদকারীরা।

আদালতের পর্যবেক্ষণ, ‘‘যে অভিযোগের ভিত্তিতে প্রতিবাদ তার তদন্ত করছে সিবিআই। তার পরেও প্রতিবাদ করতে হবে? কলকাতাকে এ ভাবে বার বার ব্যবহার করা কি ঠিক?’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ