বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সমাজ বার্তা সংবাদপত্রের উদ্যোগে সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: গত ২৪ জুলাই, রবিবার,সমাজ বার্তা সংবাদপত্রে’র উদ্যোগে সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয় বহরমপুর সাংবাদিক সংঘের হল ঘরে

বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাদউদ্দিন – বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক। ডাঃ কাজী আব্দুল মহিত – বিশিষ্ট চিকিৎসক।  নিশীথ বরণ সিংহ রায় -সাহিত্যিক।ইমদাদুল হক – বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক।

Advertisement

মতিউর রহমান – বিশিষ্ট সমাজসেবী, চন্দ্র প্রকাশ সরকার – বিশিষ্ট সাংবাদিক।সৈয়দ হুমায়ুন রাণা, অরবিন্দ সরকার,   তায়েদুল ইসলাম, ডাঃ নাহিদুল হক,আব্বাস উদ্দিন শেখ, এস নাসিরুদ্দিন, সাদের আলী, হুমাউন রশিদ, ডক্টর সূর্যেন্দু দে, ইমতিয়াজ কবির, মহঃ রহিম সেখ, দেবিকা,  বন্দোপাধ্যায়, তুষার কান্তি খাঁ, হামিম হোসেন মন্ডল, মহঃ সানারুল মোমিন, আব্দুল গফফার, আবদুস সালাম, নুরুল হাসান, জয়কুমার ধারা, মনিরুজ্জামান, আব্দুল হাদি, আব্দুস সালাম, ইলবাস আলি,  মহম্মদ মফিজুল ইসলাম, এ কে এম গোলাম মর্ত্তোজা, নিমাই দত্ত, আঃ লতিফ,

এম এ ওহাব, মজিবুর রহমান, জিকরাউল হক, মহঃ মুস্তফা শেখ,  মফেজুল সেখ, সাধন কুমার রক্ষিত , আসাদ আলি, জাহেদুল ইসলাম,  রাজেশ শেখ(মুশা বিশ্বাস), অনিমা নাথ, ইসরাইল সেখ প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ