কলকাতা 

‘‘এত যে টাকা উঠল, আমি তো জানব! কেউ তো আমায় জানায়নি,বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না, যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড! ’’ পার্থর গ্রেফতারি নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে দুইদিন চুপ থাকার পর আজ দলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন। আজ নজরুল মঞ্চে রাজ্য সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে আইন আইনের কাজ করবে আইনের চোখে যদি কেউ অপরাধী প্রমাণিত হয় তার শাস্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি এও বলেন, এত টাকা তোলা হয়েছে অথচ আমি কিছু জানি না কিভাবে সম্ভব হয়েছে আগে জানলে আমি অ্যাকশন নিতাম।

মমতার কথায়, ‘‘আমি মানুষের দল করি। মানুষ যা চাইবে, আমি তা-ই করব। দল বা সরকার এর সঙ্গে রিলেটেড (সম্পর্কযুক্ত) নয়।’’ পাশাপাশিই মুখ্যমন্ত্রীর বক্তব্য, এত টাকা তোলা হয়েছে, তা তিনি জানতেন না। কারণ, বিষয়টি কেউ তাঁর গোচরে আনেননি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এত যে টাকা উঠল, আমি তো জানব! কেউ তো আমায় জানায়নি। কেউ জানালে তখনই তো অ্যাকশন হবে!’’

Advertisement

পার্থ প্রসঙ্গে সরাসরি নাম-না করেও মমতার বক্তব্য, ‘‘কেউ অন্যায় করে থাকলে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমার আইন-আদালতের উপর ভরসা আছে।’’ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দাও। সত্যির বিচার হোক। এই ঘটনা কেউ করতে পারে বলে আমি নিজেও বিশ্বাস করি না। ঘটনা না রটনা— সেটার বিচার হবে। বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!

মমতার বক্তব্যে স্পষ্ট, পার্থ দোষী সাব্যস্ত হলে তিনি তাঁকে ছেড়ে কথা বলবেন না। কিন্তু তার আগে পর্যন্ত তিনি তাড়াহুড়ো করে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না। যদিও মমতার বক্তব্যের পর বিরোধী শিবির বলতে শুরু করেছে, তিনি পার্থের উপর ‘দায়’ চাপিয়ে দিচ্ছেন। আবার বিরোধীদের একাংশ বলছে, পার্থকে কাঠগড়ায় তুলে নিজের এবং দলের ‘দায়’ ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন বলেছেন, ‘‘পার্থের দায় মমতাকেই নিতে হবে।’’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের তির্যক মন্তব্য, ‘‘ভাগ্যিস বলেননি, পার্থকে চিনি না!’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ