জেলা 

Blast: মুর্শিদাবাদের বহরমপুর থানার মালখানায় হঠাৎ বিস্ফোরণ, জখম তিন , বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  মুর্শিদাবাদের বহরমপুর থানার মালখানায় হঠাৎ বিস্ফোরণ । বিস্ফোরণের ফলে তিন জন পুলিশ কর্মী জখম হয়েছেন। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তবে বিস্ফোরণের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সোমবার দুপুর ১টা নাগাদ বিকট আওয়াজ শোনা যায় বহরমপুর থানার দ্বিতীয় তলা থেকে। সেখানেই রয়েছে থানার মালখানা। সেখানেই বিস্ফোরণ ঘটে বলে থানা সূত্রে জানা গিয়েছে। তার জেরে চার পুলিশ কর্মী জখম হন। তাঁদের হাতে এবং পায়ে আঘাত লাগে। আহতদের মধ্যে রয়েছেন বহরমপুর থানার এক এএসআই, এক কনস্টেবল এবং এক সিভিক কর্মী। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

বহরমপুর থানার বক্তব্য, মালখানায় থাকা ব্যাটারি ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কারও বক্তব্য, মালখানায় বাজেয়াপ্ত করা বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। ফলে কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন।

খবর পেয়ে বহরমপুর থানায় যান মুর্শিদাবাদের র অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। তিনি বলেন, ‘‘বারুদ থেকে বিস্ফোরণ ঘটার আশঙ্কা বেশি। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও বলা যাবে না। তদন্ত চলছে।’’

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ