কলকাতা 

TET: হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে প্রাথমিক স্কুলের নিয়োগ মামলায় আদালতে সিবিআই রিপোর্ট জমা দিল, রায় স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হল। পূর্ব নির্দেশ মতো এখনও পর্যন্ত তদন্তের রিপোর্ট মঙ্গলবার আদালতে জমা দিয়েছে সিবিআই। তবে রায় ঘোষণা স্থগিত রাখল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলার শুনানি শেষ। এই মামলা নিয়ে আরও সময় চেয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কারও কোনও বক্তব্য থাকলে চলতি সপ্তাহের শুক্রবারে বিকেল সাড়ে ৪টের মধ্যে তা লিখিত আকারে দিতে হবে। অতিরিক্ত আর কোনও সময় দেওয়া হবে না। তবে আপাতত সিঙ্গল বেঞ্চের নির্দেশ এবং শুনানির উপর কোনও স্থগিতাদেশ থাকবে না বলেও জানিয়েছে আদালত।

গত সপ্তাহেই বিচারপতিরা সিবিআইয়ের আইনজীবীকে জানান, এই মামলার তদন্তে এখনও পর্যন্ত সিবিআইয়ের কী অগ্রগতি, সে সম্পর্কে আদালত অবগত হতে চায়। তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী জানান, আদালতের নজরদারিতে সিবিআইয়ের ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সেই দল তদন্ত করছে। পুরনো অভিযোগের ভিত্তিতে বেশ কিছু তথ্যও জোগাড় করা হয়েছে ইতিমধ্যে।

এর পর ডিভিশন বেঞ্চ জানায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ বা তদন্তের ক্ষেত্রে কী কী অগ্রগতি হয়েছে, তা তদন্তকারী সংস্থাকে রিপোর্ট আকারে আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে হবে। আদালত আরও জানায়, শুধু কিছু বয়ান বা কী কী পদক্ষেপ করা হয়েছে— তা লিখে দিলেই হবে না, সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিও। সেই নির্দেশ মতোই মঙ্গলবার আদালতকে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ