কলকাতা 

SSC recruitment: এসএসসির প্রকাশিত নবম দশম শিক্ষক নিয়োগের মেধাতালিকা নিয়ে ফের অভিযোগ উঠল, কি সেই অভিযোগ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন নম্বর-সহ নবম ও দশমের শিক্ষকপদে নিয়োগের জন্য প্রার্থীদের মেধা-তালিকা প্রকাশ করার পর, সেই তালিকা নিয়েও ফের অসন্তোষ দানা বেঁধেছে কর্মপ্রার্থীদের একাংশের মধ্যে। বেশ কিছু প্রার্থীর অভিযোগ, লিখিত পরীক্ষায় তাঁদের যত নম্বর পাওয়ার কথা, তার থেকে অনেক কম নম্বর দেওয়া হয়েছে। এর প্রতিকারে আদালতের দ্বারস্থ হওয়ারও কথা ভাবছেন বহু প্রার্থী।

ডিজিটাল আনন্দবাজারে এক সাক্ষাৎকারে চন্দন প্রধান নামে এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, লিখিত পরীক্ষার পরে এসএসসি ‘আনসার কি’ প্রকাশ করে। কোন প্রশ্নের ঠিক উত্তর কী, তা দেওয়া থাকে ‘আনসার কি’-তে। তার সঙ্গে মিলিয়ে পরীক্ষার্থীরা ধারণা করে নিতে পারেন, তাঁরা কতটা ঠিক লিখেছেন এবং লিখিত পরীক্ষায় তাঁরা কত নম্বর পাবেন। চন্দনবাবু বলেন, ‘‘আনসার কি মিলিয়ে আমরা যে-নম্বর পাব বলে হিসেব করেছিলাম, তার থেকে বেশ কিছু কম নম্বর দেওয়া হয়েছে। এটা হয়েছে অনেক চাকরিপ্রার্থীর ক্ষেত্রেই। এর ফলে সামগ্রিক র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে।’’ ওই কর্মপ্রার্থী জানিয়েছেন, তাঁরা এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করার কথা ভাবছেন। চন্দনবাবুর কথায়, ‘‘সবিস্তার নম্বর-সহ মেধা-তালিকা প্রকাশের পরেই বোঝা যাচ্ছে, আমরা যে-সব অভিযোগ আগে করেছিলাম, তার সবই ঠিক।’’

Advertisement

নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষকপদে নিয়োগের জন্য প্রার্থীদের মেধা-তালিকা ১৫ জুলাইয়ের মধ্যে নম্বর-সহ প্রকাশ করতে হবে বলে উচ্চ আদালত গত ২৪ জুন এসএসসি-কে নির্দেশ দিয়েছিল।সেই নির্দেশ মতো গতকাল তালিকা প্রকাশ করে এসএসসি। এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, নবম দশমীর পর এবার তারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চলেছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ