কলকাতা 

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ: তৃনমূল বিধায়ককে তলব রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষক ও অন্যান্য সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তেহট্টের তৃণমূল (TMC) বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। এমনকি এই অভিযোগ সরাসরি পাঠানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। এবার তদন্তের স্বার্থে বিধায়ককে তলব করল রাজ্য পুলিশ। সূত্রের খবর, আগামী মঙ্গলবার সকাল ১১টায় দুর্নীতি দমন শাখার দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। যদিও বিধায়ক এখনও তলবের চিঠি পাননি বলেই দাবি।

Advertisement

অভিযোগের ভিত্তিতে তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়াল-সহ তিনজনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। এরপর তদন্তের জন্য তেহট্টের বয়ারবান্দায় প্রবীরের বাড়িতে অভিযান চালায় ওই দপ্তরের আধিকারিকরা। তাপস সাহা তাঁকে ফাঁসিয়েছে বলে সেদিন সংবাদমাধ্যমে সামনে জানিয়েছিলেন প্রবীর কয়াল। অবশ্য সেকথা অস্বীকার করেছিলেন তাপসবাবু।

এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার তাপস সাহাকে তলব করল দুর্নীতি দমন শাখা। এই বিষয়ে তেহট্ট বিধায়ক তাপস সাহা বলেন, “আমার এ বিষয়ে কিছু জানা নেই। এখনও পর্যন্ত আমার কাছে অফিসিয়ালি তলবের কোনও কপি আসেনি।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ