বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : আনিস খান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আনিস খান

_আরেফা গোলদার  __________

এক আনিসের ‘রা ‘কেড়েছে

শত আনিস দেখো রাস্তায়

Advertisement

বারুদ জমা ওদের বুকে

আর আগুন অস্থি মজ্জায় ।

কি দোষ করেছিলো

ছাত্র নেতা আনিস খান?

পুলিশ দিয়ে গভীর রাতে

কেড়ে নিলে তাজা প্রাণ!

আলিয়ানের তুর্কি তরুণ

জিতেছিল সবার মন

ক্ষোভে উত্তাল মহানগরী

চাইছে বিচার সারাক্ষণ।

যাদবপুর আর প্রেসিডেন্সি

মিশেছে দেখো এক হয়ে

রাজপথে আনিস খানের

সহপাঠী শ’য়ে শ’য়ে ।

পুলিশ মন্ত্রী এক হয়ে

অপরাধের শাস্তি দাও

এমন আর না হোক

বে নজির গড়ে যাও।

বিপ্লবীদের মৃত্যু নেই

শপথ ঘিরে একশো পণ

দশক পরেও মনের ঘরে

থাকবে আনিস চিরন্তন।।

 

আরেফা গোলদার


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ