দেশ 

Narendra Modi: অভিনব বিক্ষোভ, মোদীর কপ্টার লক্ষ্য করে গ্যাসবেলুনের ঝাঁক ওড়াল বিক্ষোভকারীরা, অন্ধ্রে গ্রেফতার তিন কংগ্রেস কর্মী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধপ্রদেশ সফরে যান। এই শহরকে ঘিরে কংগ্রেস দল প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। কংগ্রেস কর্মীরা শহরের বিভিন্ন দিক থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে।

এই সময়ে কয়েকজন কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টারের সামনে বেলুনের ঝাঁক উড়িয়ে দেয়। আর এতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এই তিন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়ায় ।

Advertisement

সোমবার সকাল থেকেই কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ‘গো ব্যাক মোদী’ ধ্বনিও শোনা গিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কিছু কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে।

সোমবার মোদীর আসার কথা ছিল অন্ধ্রপ্রদেশের ভীমাভরমে। সেখানে আল্লুরি সীতারাম রাজুর মূর্তি উন্মোচনের কথা ছিল তাঁর।মোদীর এই কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। অভিযোগ, তাঁদেরই কেউ মোদীর হেলিকপ্টারের সামনে কালো গ্যাসবেলুন উড়িয়ে দেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ