জেলা 

শিক্ষকের অভাবে বন্ধ হলো পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার রানীনগরের ১০ টি স্কুল, ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা,ক্ষোভ প্রকাশ অভিভাবকদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদের রাণীনগর –  ২ ব্লকের ১০ টি জুনিয়ার হাই স্কুল এক বছরের মধ্যে শিক্ষকের ভাবে বন্ধ হয়ে গেল । এই ১০ টি স্কুলের নাম ও Institution Code নিম্নে উল্লেখ করা হলো । এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্ভাগ্যজনক ঘটনা । কারণ ” Right to Education Act –2009 ” অনুযায়ী 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদের রাষ্ট্রীয় খরচে শিক্ষা প্রদানের উদ্দেশ্যেই এই স্কুল গুলি নির্মাণ হয়েছিল কিন্তু নীরবে নি:শব্দে এই স্কুল গুলি উঠে যাওয়ার কারণ কি ? এই একই অবস্থা মুর্শিদাবাদের প্রায় 26 টি ব্লকে । আমি মনে করি এই অবস্থার জন্য আধিকারিকদের একটি অংশ এবং শিক্ষকদের একটি অংশ সম্পূর্ণরূপে যুক্ত । কারণ একটি স্কুল গড়ে ওঠে শিক্ষার্থীদের জন্য —- শুধুমাত্র শিক্ষকদের স্বার্থ সিদ্ধির জন্য নয় বা কোনো ব্যক্তি স্বার্থ চরিথার্থ করার জন্য নয় ! একটি স্কুল সম্পূর্ণরূপে বন্ধ করে Transfer হওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন । কারণ সরকারি নিয়ম অনুযায়ী 40:1 অর্থাৎ 40 জন ছাত্র – ছাত্রীর জন্য 1 জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাধ্যতামূলক কিন্তু সমস্ত শিক্ষককে ট্রান্সফার করার পক্ষে যাঁরা এখনো তৎপর তাঁরা সরকারি নিয়মকে অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত কিসের স্বার্থে ? । রাণীনগর -2 ব্লকের এই 10 টি স্কুলে একেবারে খেটে খাওয়া ঘরের শিশুরা পড়াশোনা করতো কিন্তু শিক্ষক অভাবে আজ তাঁরা দিশেহারা এবং স্কুল ছুট হয়ে পড়েছে ! এই ধরণের আপত্তিকর অবস্থা চলতে থাকলে আগামী কিছু দিনের মধ্যে এই ব্লকের বেশ কিছু High এবং Higher Secondary শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ হতে বাধ্য !! ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত । ফলে আমাদের জানার অধিকার রয়েছে — কার ইঙ্গিতে এই স্কুল গুলি বন্ধ হয়ে গেল । রাজ্যের না কেন্দ্রের ? সদ্য কলকাতার মধ্যে যে সমস্ত স্কুল গুলি রয়েছে সেখানে তো কোনো ছাত্র – ছাত্রী নেই অথচ শিক্ষক – শিক্ষিকাদের বহাল তবিয়তে বসে বেতন দেওয়া হচ্ছে । হটাৎ করে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ হচ্ছে কেন ? তাহলে কি খেটে খাওয়া গরিব মানুষের শিশুদের লেখা পড়ার অধিকার নেই ? একদিকে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অন্যদিকে পিছিয়ে পড়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে কার স্বার্থে ? এর বিরুদ্ধে প্রতিটি মানুষের সোচ্চার প্রতিবাদ হওয়া প্রয়োজন । এই সমস্ত বিষয় গুলি দেখে মনে হচ্ছে দেশে যেন এখন বৈদেশিক সাম্রাজ্যবাদের শাসন ব্যবস্থা চলছে !!! যাইহোক আপাতত রাণীনগর – 2 ব্লকের উঠে যাওয়া 10 টি স্কুলের তালিকা দেওয়া হলো —–

————————————————————————————–

Advertisement

SL No- Institution Code—— School Name

————————————————————————————–

01. 19071709202 – Ghosh Para Jr High School

02. 19071704903 –Godhonpara girls Jr High School

03. 19071701103–Mondalpara Jr High School .

04. 19071707502–Masterpara girls Jr High School.

05.19071706606-Radhakantopur Girls Jr High School

06.19071709403-Rajapur Girls Jr High School .

07.19071701604-Tejsinghopur Girls Jr High School.

08.19071701303-Benipur Thakurpur Jr High School.

09. Bardhonpur Jr High School.

10. Kacharipara Jr High School .

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ