জেলা 

জাকিয়া জাফরি মামলার পুনর্বিচারের দাবী, সমাজকর্মী তিস্তা শীতলাবাদ এবং সাংবাদিক মহম্মদ জুবেইরকে অবিলম্বে মুক্তির দাবিতে এপিডিআরের প্রতিবাদ সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : APDR মহেশতলা-মেটিয়াবুরুজ শাখার ডাকে আজ শুক্রবার জাকিয়া জাফরি মামলার পুনর্বিচারের দাবী এবং সাজানো অভিযোগে তিস্তা শীতলাবাদ, মহম্মদ জুবেইর সহ প্রতিবাদী সমাজকর্মীদের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবিতে প্রতিবাদ সভা হয়। দক্ষিণ 24 পরগনার আকড়া স্টেশন সংলগ্ন এই প্রতিবাদ সভায় সাধারণ মানুষের ভিড় লক্ষণীয় ছিল।

APDR এর নেতৃত্বের দাবি সম্প্রতি সুপ্রিম কোর্ট জাকিয়া জাফরি মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। মানবাধিকারের প্রশ্নে এই মামলা পুনর্বিচারের প্রয়োজন বলে এপিডিআর মনে করে। একই সঙ্গে নেতৃত্বের আরো দাবি সম্প্রতি বিশিষ্ট সমাজকর্মী ও মানবা মানবাধিকার আন্দোলনের নেত্রী তিস্তা শীতলাবাদকে গুজরাট পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেফতার করেছে।

Advertisement

এই গ্রেফতারি সম্পূর্ণ মানবাধিকার বিরোধী বলে এপিডিয়ারের দাবি অবিলম্বে সমাজকর্মী তিস্তা শীতলা বাদ কে নিঃশর্তে মুক্তি দিতে হবে বলে এপিডিআর দাবি করেছে। সাংবাদিক মহম্মদ জুবেইর একজন সত্য উদঘাটন কারী ব্যক্তি।

সত্য সংবাদ প্রকাশ করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এপিডিয়ার এর দাবি এই গ্রেফতারের মধ্য দিয়ে আসলে মোদি সরকার সত্যকে আড়াল করতে চাইছে। অবিলম্বে প্রখ্যাত এই সাংবাদিককে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবী জানিয়েছে এপিডিআর।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ