জেলা 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ভগবানগোলার দয়ানগরে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক ইদ্রিস আলী, যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ডক্টর দিবস, রথযাত্রা উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে বিলি করা হলো জিলিপি ও পাঁপড়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি :  আজ শুক্রবার ১ জুলাই মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত দয়ানগরে একটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি। অনুষ্ঠানটি পরিচালনা করেন কানাপুকুর হাসপাতালের বি এম ও এইচ সাবিহা সাদিক । ফিতা কেটে উদ্বোধন করার পর বিধায়ক ইদ্রিস আলী বলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে । ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকে পনেরোটি উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে। বিধায়ক তথা কানাপুকুর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন,কানাপুকূর হাসপাতালের বি এম ও এইচ সাহিবা সাদেকের নেতৃত্বে খুব ভালো কাজ হচ্ছে। ভগবানগোলা এক নম্বর ব্লকের বিডিও পুলক কান্তি মজুমদার ও উপস্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারে খুবই আগ্রহী এবং নিয়মিত খোঁজ খবর নেন।

উল্লেখ থাকে আজ বিধায়ক ইদ্রিস আলী কানাপুকুর স্বাস্হ্য কেন্দ্রে গিয়ে বি এম ও এইচ,ডাক্তার, নার্স রোগীদের সঙ্গে কথাবার্তা বলেন। রোগীরা বলেন আমরা এই স্বাস্হ্যকেন্দ্রের চিকিৎসা তে খুব খুশি। তারা বলেন, বিনামূল্যে আমরা ঔষধ পাচ্ছি।

Advertisement

আজ ১লা জুলাই শুক্রবার,ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিন। জন্মদিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।। ভগবানগোলা থানার সূবর্ণ মৃগী ডাকবাঙলার তৃনমূল কংগ্রেসের অফিসে। সেখানে ডা:বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন, বিধায়ক ইদ্রিস আলী, ভগবানগোলা এক নম্বর পন্চায়েত সমিতির সভাপতি তসলিমা বিবি, তৃনমূল কংগ্রেস নেতা রিয়াত হোসেন সরকার, সেকেন্দার হোসেন,সেখ ইব্রাহিম ওরফে মহাবীর,আপেল,সেখ মোস্তফা,রিপন সেখ,ডাক্তার অসিত বাগ, সাবিরুল ইসলাম,সেখ গোলাপ,জিয়ারুল হক প্রমুখ।

আজ রথযাত্রা উপলক্ষে উক্ত তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে জিলিপি, পাঁপড়, ইত্যাদি শিশু দের মধ্যে বিতরণ করা হয়। সঙ্গে ছিল কাঁঠাল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ