জেলা 

সিঙ্গুরে হুল দিবস পালন করলেন মন্ত্রী বেচারাম মান্না

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বরুণ দাস, সিঙ্গুর: দিনটি ছিল ১৮৫৫ খ্রীস্টাব্দের ৩০শে জুন, পরাধীন ভারতবর্ষে ইংরেজ গর্ভনর লর্ড কর্নওয়ালিস এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সিধু ও কানহুর নেতৃত্বে আদিবাসী সাঁওতালরা সশস্ত্র আন্দোলন করে যা ভারতের ইতিহাসে “সাঁওতাল বিদ্রোহ” বা “হুল” নামে পরিচিত।

এই আন্দোলন ঘটেছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এবং বিহারের ভাগলপুর জেলায়। এই বিদ্রোহে সিধু ইংরেজদের বন্দুকের গুলিতে ও কানহু ফাঁসির মঞ্চে শহীদ হয়।তাই তাদে স্মরনে আজকের দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ দিন অথাৎ “হুল দিবস” হিসেবে পালন করা হয়।

Advertisement

তাই আজ সিঙ্গুর এবং হরিপালের বিভিন্ন জায়গায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে হুল দিবস পালন করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়িকা ডঃ করবী মান্না।

প্রথমে তিনি সাঁওতাল নেতা সিধু ও কানহুর মুর্তিতে মাল্যদান করে মাদল বাজিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর সাঁওতালি গান ও মাদলের তালে পা মিলিয়ে দিনটিকে সাফল্যমণ্ডিত করেন দুই বিধায়ক। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিঙ্গুর এবং হরিপালের ছাত্র যুবর নেতা নেতৃ ও কর্মীবৃন্দ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ