দেশ 

AltNews: খবরের সততা যাচাই করা সংবাদ মাধ্যম‘অল্ট নিউজে’র সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে আরো চার দিনের পুলিশ হেফাজত দিলো দিল্লির এক আদালত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকাল পুলিশ সাত দিনের হেফাজতে চেয়েছিল। কিন্তু দিল্লির এক আদালত সাংবাদিক মোঃ জুবায়ের কে মাত্র একদিনের পুলিশ হেফাজত দিয়েছিল।। আজ মঙ্গলবার আবার চার বছরের পুরনো মামলার জেরে সাংবাদিক মোঃ জুবায়েরকে আরো চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠালো দিল্লির আদালত। এদিকে, সাংবাদিক মোঃ জুবায়ের এর গ্রেফতারি নিয়ে নিন্দায় সরব হয়েছে এডিটরস গিল্ডস অফ ইন্ডিয়া এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। এই দুই সংস্থা সাংবাদিক মোঃ জুবায়ের দ্রুত মুক্তি দাবি করেছে।

মঙ্গলবার দিল্লির একটি আদালত খবরের সত্যতা যাচাই করার সংবাদমাধ্যম ‘অল্ট নিউজে’র সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের কে আরও চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

Advertisement

২০১৮-য় একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, এই অভিযোগে দিল্লি পুলিশ রবিবার মোহাম্মদ জুবায়ের কে গ্রেফতার করেছিল। সোমবার তাঁকে এক দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়। ফের জেরার জন্য দিল্লি পুলিশ জুবেরকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। দিল্লি পুলিশের তরফে আদালতে দাবি করা হয়, ধারাবাহিক ভাবে নেটমাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া পোস্ট করেছেন অল্ট নিউজে’র সহ-প্রতিষ্ঠাতায়।

প্রসঙ্গত, বিজেপি নেত্রী (বর্তমানে সাসপেন্ডেড) নূপুর শর্মা যে টেলিভিশন অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তা জুবেরই প্রথম নেটমাধ্যমে প্রকাশ্যে আনেন। ‘দ্য এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া’ (ইজিআই) এবং ‘প্রেস ক্লাব অব ইন্ডিয়া’ ইতিমধ্যেই জুবেরের গ্রেফতারির ঘটনার নিন্দা করেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ