দেশ 

Agnipath Scheme : ”স্বল্পমেয়াদি সেবাকাজে নিযুক্ত অগ্নিবীররা যদি পেনশনের যোগ্য না হন, তাহলে জনপ্রতিনিধিদের এই ‘সুবিধা’ দেওয়া হবে কেন? অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ বরুণ গান্ধীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারের মন্ত্রীরা নানা সাফাই দিলেও অগ্নিবীররা পেনশন পাবে কিনা তা নিয়ে স্পষ্টীকরণ দেয়া হয়নি। আজ অগ্নিবীর দেব পেনশনের দাবির পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। তিনি আরো বলেন স্বল্প সময়ের জন্য নির্বাচিত হয় হয়ে যদি বিধায়ক সাংসদরা পেনশন পান তাহলে অগ্নিবীররা কেন পাবে না ! যদি অগ্নিবীর দের পেনশন দেওয়া না হয় তাহলে তিনি ও সাংসদের পেনশন নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। বরুণ গান্ধীর এই বিবৃতিতে চরম অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার।

প্রকৃতপক্ষে কী লিখেছেন বরুণ গান্ধী? শুক্রবার তিনি টুইটারে লেখেন, ”স্বল্পমেয়াদি সেবাকাজে নিযুক্ত অগ্নিবীররা যদি পেনশনের যোগ্য না হন, তাহলে জনপ্রতিনিধিদের এই ‘সুবিধা’ দেওয়া হবে কেন? রাষ্ট্রের রক্ষাকারীদের পেনশনের অধিকার না দিলে আমিও আমার পেনশন ছেড়ে দিতে প্রস্তুত। বিধায়ক/ সাংসদরা কি নিজেদের পেনশন ছেড়ে দিয়ে এটা নিশ্চিত করতে পারেন না যে, অগ্নিবীরদের পেনশন দিতে হবে।”

Advertisement

উল্লেখ্য, দেশজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের অগ্নিপথ প্রকল্প নিয়ে। ইতিমধ্যেই ১১ বার অগ্নিপথের বিভিন্ন নিয়মে বদল করেছে কেন্দ্র। প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রী, তিন সেনাপ্রধান সকলেই অগ্নিপথের সুফল বোঝাতে মাঠে নেমেছেন কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। চাকরির ভবিষ্যৎ নিয়ে ক্রমশই দুশিন্তা বাড়ছে যুবসমাজের। প্রশ্ন উঠেছে, কেন পেনশন দেওয়া হবে না অগ্নিবীরদের। এবার সেই প্রসঙ্গেই মোদি সরকারকে অস্বস্তিতে ফেললেন তাঁরই দলের বিতর্কিত সাংসদ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ