দেশ 

Agnipath Scheme : ‘‘এটা নতুন ভারত, এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে,আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়’’ দেশজুড়ে চলা অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভ আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অগ্নি বার্তা’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুললেন। একইসঙ্গে দেশজুড়ে চলা বিতর্কে জবাব দিলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন সরকারের অনেক ভাল উদ্যোগেও রাজনীতির রং লাগছে।দিল্লির প্রগতি ময়দানে ট্রানজিট করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেই এমন মন্তব্য করেন মোদী।

মোদি বলেন, ‘‘এটা নতুন ভারত। এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে। আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়।’’তিনি আরো বলেন, ‘‘এটা আমাদের দেশের পক্ষে দুর্ভাগ্যজনক যে, ভাল উদ্দেশ্য নিয়ে, ভাল কিছু করতে উদ্যোগী হলেও তাতে রাজনীতির রং লেগে যায়।’’

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়ে যায়। অনেক জায়গাতেই সেই আন্দোলন হিংসাত্মক চেহারা নিয়েছে।ইতিমধ্যেই প্রস্তাবিত প্রকল্পে বিভিন্ন বদল এনেছে সরকার। বয়ঃসীমা বাড়ানোর পাশাপাশি অগ্নিবীরদের জন্য নানা সুযোগ-সুবিধার ঘোষণাও করতে হয়েছে। কিছুটা নরম মনোভাব নিলেও কেন্দ্র যে প্রকল্প চালু করতে বদ্ধপরিকর সেটাও পরিষ্কার মোদীর বক্তব্যে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ