Agnipath Scheme: ‘আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আঙ্কল, অগ্নিপথ বন্ধ করুন’, হরিয়ানার পানিপথে এক সরকারি আধিকারিকের কাছে কান্নায় ভেঙে পড়ে আবেদন করলেন এক যুবক, তারপর কী হলো …..
বাংলার জনরব ডেস্ক : অভিনব বিক্ষোভ সরকারি উচ্চপদস্থ আধিকারিক এর কাঁধে মাথা রেখে চণ্ডীগড়ের এক যুবক বলে উঠলেন অগ্নিপথ প্রত্যাহার করে নিয়েছে এতদিনের স্বপ্ন আমাদের ব্যর্থ হয়ে যাবে। আর এতেই মন গলে গেল ওই উচ্চপদস্থ আধিকারিকের তিনি প্রতিশ্রুতি দিলেন ওই যুবককে স্মারকলিপি দাও আমি সেই স্মারক লিপি সরকারের কাছে পাঠিয়ে দিব।
দেশ জুড়ে যখন অগ্নিপথ বিক্ষোভে আগুন জ্বলছে, ভাঙচুর চালানো হচ্ছে, ঠিক সেই সময়েই হরিয়ানার পানিপতে ধরা পড়ল অন্য রকম ছবি।
পানিপতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকশো চাকরিপ্রার্থী। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের বোঝানোর জন্য সেখানে হাজির হয়েছিলেন সরকারের এক শীর্ষস্তরের আধিকারিক। ভিড়ের মধ্যে থেকে হঠাৎ এক যুবক এগিয়ে আসেন ওই আধিকারিকের দিকে। পুলিশ তখন তাঁকে সরিয়ে দিতে ব্যস্ত। কিন্তু সকলকে চমকে দিয়েই ওই আধিকারিককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ওই যুবক।
আধিকারিককে ওই যুবক বলেন, “চার বছর ধরে নিজেকে তৈরি করেছি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। সেনায় যোগ দেওয়া আমার স্বপ্ন। তিল তিল করে এত বছর ধরে গড়ে তোলা সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আঙ্কল, অগ্নিপথ বন্ধ করুন।” যুবকটির এই আর্জি ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল আধিকারিককেও। তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েন।
যুবককে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, “বেটা, তোমরা আমাদের স্মারকলিপি দাও। সরকারের কাছে আমরা সেই স্মারকলিপি পৌঁছে দেব।”
অগ্নিপথ প্রকল্প কে ঘিরে দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। গত কয়েক দিনের মতো আজ রবিবার ওপর দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে অনেক জায়গাতেই ভাঙচুর হয়েছে।