কলকাতা 

একদিনে কলকাতায় চারটি তথ্যচিত্র মুক্তি পেল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুহাম্মদ সাদউদ্দিন : একদিনে কলকাতায় চার চারটি গুরুত্বপূর্ণ তথ্যচিত্র মুক্তি পেল।শুক্রবার আই সি সিআর সভাগৃহে তথ্যচিত্রগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী জাভেদ আহমেদ খান, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সৌরভ সারেঙ্গি ও তথ্যচিত্র নির্মাতা অঞ্জন বসু।

যে তথ্যচিত্রগুলি মুক্তি পেল সেগুলি হল বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের ” হাঙরি অটোম”, সাবিহা ইয়াসমিন ও অশোকতরু চক্রবর্তী নির্দেশিত ” নজরুলের ভিটে” , কাজী গোলাম গউস সিদ্দিকীর ” মোল্লাজান মহম্মদ” ও সৌরভ সারেঙ্গির “” কারবালার স্মৃতি”।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের দেশের প্রতি সমাজের প্রতি ও পরিবারের প্রতি তাদের গুরুদায়িত্ব পালন করেন।অথচ আমাদের দেশে নারীরা সব সময় প্রতিকুলতার শিকার হন।তাদেরকে আমরা অর্ধেক আকাশ বললেও তাদের অনেক সমস্যার প্রতি আমাদের কোনো নজর নেই।আমরা তাদেরকে সবদিক দিয়েই পিছিয়ে রাখি।এই অবস্হার অবসান হোক।বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন নবজাগরণের কবি।সমাজবদলের কবি , বিপ্লবী কবি, সম্প্রীতির কবি, সৈনিক কবি, পূর্ণ স্বরাজের কবি।অথচ তার জন্মভিটে ও তার বেড়ে উঠা নিয়ে সেভাবে কাজ হয়নি। সাবিহা ইয়াসমিন ও অশোকতরু নির্দেশিত ” নজরুলের জন্মভিটে” কবিকে নিয়ে অনেক কিছুই জানিয়ে দিয়েছে।চুরুলিয়া নিয়ে অনেক কিছু সত্যকে তুলে আনা হয়েছে।

আর ইতিহাস, খিলাফত আন্দোলন, ঐতিহাসিক কারবালার ঘটনা নিয়ে কাজী গোলাম গউস সিদ্দিকীর ” মোল্লাজান মহম্মদ ” ও সৌরভ সারেঙ্গির ” কারবালার স্মৃতি” অনেক অজানাকে জানিয়ে দেয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ