কলকাতা 

Prophet Row : হযরত মুহাম্মদ সা এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে নুপুর শর্মাকে আগামী কুড়ি জুন নারকেলডাঙ্গা থানায় হাজির হওয়ার জন্য নোটিস পাঠাল কলকাতা পুলিশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি দলের সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে দেশের রাজনীতি উত্তাল হয়ে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে অনেকেই। ইতিমধ্যে মহারাষ্ট্র পুলিশ নুপুর শর্মাকে সেই রাজ্যে তলব করেছে ২৫ জুন এরই মাঝে কলকাতা পুলিশ আগামী ২০ জুন নুপুর শর্মাকে কলকাতায় তলব করেছে।

সম্প্রতি এক টিভি চ্যানেলের টকশোতে হযরত মুহাম্মদ সা. সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন নুপুর শর্মা । তা নিয়ে ইতিমধ্যে বিশ্বের ৫৭টি মুসলিম রাষ্ট্র ক্ষোভ প্রকাশ করেছে। কমপক্ষে ১৭ টি মুসলিম রাষ্ট্রে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন নুপুর শর্মা যেদিন বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই দিন থেকে কমপক্ষে দশ দিন এদেশের সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি নীরব ছিল।

Advertisement

মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি এ বিষয়ে সমালোচনা করতে শুরু করলে তারপর কংগ্রেস থেকে শুরু করে সমস্ত ধর্মনিরপেক্ষ দল নুপুর শর্মার বিরোধিতা করতে শুরু করে। উদ্ধব ঠাকরে সরকার হযরত মুহাম্মদ সা এর বিরুদ্ধে এই মন্তব্যের জন্য কড়া পদক্ষেপ নিতে শুরু করে।

এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আবেদন করেন তারা যেন নুপুর শর্মার বিরুদ্ধে প্রত্যেকটি থানায় এফআইআর করে। মুখ্যমন্ত্রী আবেদনের পরেই দেখা যায় বিভিন্ন এলাকা থেকে এফ আই আর এর খবর আসতে থাকে। দক্ষিণবঙ্গের হুগলী জেলার খানাকুল  পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং কলকাতার নারকেলডাঙ্গা থানায় নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, নূপুরের (BJP Leader Nupur Sharma) বিরুদ্ধে নারকেলডাঙা থানায় ভারতীয় দণ্ডবিধি ১৫৩(এ), ২৯৫(এ),২৯৮ এবং ৩৪ ধারায় অভিযোগ রুজু হয়েছে।  আজ সোমবার পাঠানো হয়েছে সমনও। তবে বহিষ্কৃত বিজেপি নেত্রী আদৌ হাজিরা দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

আজ সোমবার নারকেলডাঙ্গা থানার পক্ষ থেকে নুপুর শর্মার ঠিকানায় সমন পাঠানো হয়েছে তাকে আগামী কুড়ি জুন নারকেলডাঙ্গা থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তবে এই নেত্রী আদৌ হাজির হবেন কিনা যদি হাজির না হয় সে ক্ষেত্রে কলকাতা পুলিশ কি করতে পারে তা এখনো স্পষ্ট নয়।

ওয়াকিবহাল মহল বলছে নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস এ রাজ্যের মুসলিমদের মন পেতে চাইছে। সাম্প্রতিককালে আনিস খান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এরাজ্যের বাঙালি মুসলিম সমাজের তৃণমূল সরকারের প্রতি ক্ষোভ রয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ