মহানবী ( সা.) সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে আমডাঙ্গায় সুন্নাতুল জামাতের প্রতিবাদ সভা
সেখ আবদুল আজিম : ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে আজ উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গার কাছারি মোড় সংলগ্ন ময়দানে এক প্রতিবাদ সভা হয়। বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দাল বিশ্বনবী (সঃ)-এর সম্পর্কে যে কুরুচিকর ও অসভ্য মন্তব্য করার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ সভা।
এই সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি বলেন, বিশ্বনবী (সঃ)-র বিরুদ্ধে এই অবমাননাকর মন্তব্যে গোটা বিশ্বের সামনে দেশের মাথা নত হয়ে গেছে। অবিলম্বে এই দুজনকে গ্রেফতার করতে হবে। তিনি আরো বলেন, আমরা আন্দোলনের নামে মানুষকে অসুবিধার মধ্যে ফেলার পক্ষপাতী নই। দেশের আইন মেনে সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন চালানোর আহ্বান জানান তিনি। দেশের সম্পত্তি নষ্ট করার যে কোন প্রয়াসের বিরোধিতা করে তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে এই দুজনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে মুসলিম সমাজের পাশে দাঁড়ান।
জনপ্রতিনিধিদের কাছেও তিনি এদের বিরুদ্ধে মামলা দায়ের করার আহ্বান জানান।এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সম্পাদক পীরজাদা বাইজিদ আমিন, রিসালাত পত্রিকার সম্পাদক সামসুর মল্লিক সহ আমডাঙ্গা থানা শাখা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।