কলকাতা 

অনুসন্ধান এর উদ্যোগে দুদিনের আকর্ষণীয় সামার ক্যাম্প শুরু হলো শনিবার। রবিবার অংক-ইংরেজির দ্বিতীয় পর্ব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হকের প্রতিবেদন: রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্লাস এইট এবং নাইনের ছাত্র ছাত্রীদের নিয়ে শনিবার শুরু হল সামার ক্যাম্প। অনুসন্ধান কলকাতার উদ্যোগে এবার অনলাইনে আয়োজন করা হয়েছে এই ক্যাম্প। সামার ক্যাম্পের কন্ট্রোলার বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল জানালেন গরমের ছুটিতে মুর্শিদাবাদ শহর কয়েকটি জেলায় অফলাইনে এরকমই ক্যাম্প করার তোড়জোড় চলছে।

এদিন (শনিবার) সকাল 10 টা 45 মিনিটে সামার ক্যাম্পের দুদিনের অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান বলেন, গতানুগতিক প্রথায় একেবারে ক্লাসের পাঠ্যসূচি অনুযায়ী ধরে ধরে আলোচনা হবে না এই ক্যাম্পে, বরং পড়াশোনাকে আরও আনন্দময় এবং আকর্ষণীয় করতে এ ধরনের ক্যাম্পের আয়োজন। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জীবনে এই ধরনের ক্যাম্প খুবই উপযোগী বলে তিনি জানান।

Advertisement

এদিন কর্মশালার প্রথম বিষয় ছিল গণিত, পরিচালনা করেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট এর গণিতের অধ্যাপক ড.শুভময় মৈত্র। তিনি মজা করে ছেলে-মেয়েদের মধ্যে সংখ্যার হরেক রকম আচরণ, বিভিন্ন পদ্ধতিতে উৎপাদকের সমস্যা, ক্লাসিক্যাল কম্পিউটার, কোয়ান্টাম মেকানিক্স এর মত শক্ত জিনিস গল্পের ছলে বোঝান। মন্ত্রমুগ্ধের মত এক ঘন্টার ক্লাস কী করে কেটে যায়, কেউ বুঝতে পারে না। তিনি সকলকে রিচার্ড ফাইনম্যান এর বিখ্যাত পুস্তক সিওরলি ইউ আর জোকিং, মি. ফাইনম্যান! (Surely You’re Joking, Mr. Feynman!) পড়ার পরামর্শ দেন।

এদিন দ্বিতীয় বিষয় ছিল ইংরেজি। কর্মশালাটি পরিচালনা করেন ইংরেজি সাহিত্যের বিদগ্ধ শিক্ষিকা রত্না সেনগুপ্ত। সহজ-সরল ইংরেজির ব্যবহার, বাক্যের গঠন, প্রিপজিশন, verb-এর সহজ এবং সঠিক ব্যবহারের নানা দিক তিনি তুলে ধরেন।অত্যন্ত খুশি হয় ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকেরা। প্রথিতযশা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সরাসরি পড়াশোনার বাইরে গিয়ে অতি সাধারন ভাবে কথা বলার সুযোগ পেয়ে খুবই খুশি ছাত্র-ছাত্রীরা। এদিন কর্মশালায় ছাত্র ছাত্রীদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। তাঁরা অনুসন্ধানের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

আগামীকাল রবিবার সামার ক্যাম্প-এর দ্বিতীয় দিন। গণিত এবং ইংরেজির দ্বিতীয় পর্ব নিয়ে ঠিক সকাল 10 টা 45 মিনিটে অনলাইনে শুরু হবে অনুষ্ঠান। এদিন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন এবং অনুষ্ঠানের শুভ সূচনা করবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডঃ বাসব চৌধুরী। গণিত কর্মশালা পরিচালনা করবেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এর বরিষ্ঠ অধ্যাপক সুমিত্র পুরকায়স্থ এবং ইংরেজির কর্মশালাটি পরিচালনা করবেন বিশিষ্ট শিক্ষক ও রিসোর্স পার্সন মিজানুর রহমান। অবশেষে সামার ক্যাম্পে আমরা কী পেলাম নিয়ে তা নিয়ে মূল্যবান মতামত দেবেন বিশিষ্ট শিক্ষাবিদ মাসুদ আলম, ডঃ শামসুল আলম, অধ্যাপক দীপশ্রী দাস সরকার, অধ্যাপক মতিয়ার রহমান খান প্রমুখ। বিশেষ করে এই পর্বে সমস্ত অভিভাবকদের উপস্থিতি এবং শনিবারের মতোই ঠিক সময়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সকল শিক্ষক-শিক্ষিকা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ