জেলা 

মিড-ডে মিল রন্ধন কর্মীদের দাবি নিয়ে আবার সরব হল অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজ কেন্দ্র; রন্ধন কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ এবং উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-২ বিডিও কে স্মারকলিপি

শেয়ার করুন

কলকাতা/উত্তর দিনাজপুর, ১০ জুন, ২০২২ : অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজ কেন্দ্রর অধিভুক্ত সংগঠন পশ্চিমবঙ্গ মিড-ডে মিল রাঁধুনি সমিতি আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-২ ব্লকের কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে সমাবেশ করে। স্থানীয় কর্মীদের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি শম্ভু লাল রায়, গোয়ালপোখর-১ ব্লক সভাপতি নমিতা মন্ডল, গোয়ালপোখর-২ ব্লক সভাপতি অরুনা খাতুন প্রমুখ।

সমাবেশ শেষে গোয়ালপোখর-২ বিডিও কে দাবি সম্বলিত একটি স্মারকলিপি (প্রতিলিপি সংযুক্ত) দেওয়া হয়।

Advertisement

 

রন্ধন কর্মীদের নিয়মিত ভাতা প্রদান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অ্যাকাঊন্টের পরিবর্তে সরাসরি কর্মীদের অ্যাকাঊন্টে ভাতা প্রদান ইত্যাদি দাবি করা হয়। অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজ কেন্দ্রের রাজ্য সম্পাদক ভোলা প্রসাদ যাদব বলেছেন: “মিড-ডে মিল রাঁধুনি কর্মীদের ভাতা বাড়ানো, নিয়মিত ভাতা প্রদান, অন্যান্য সামাজিক সুরক্ষার বিষয়গুলি নিয়ে আমরা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়ে যাচ্ছি।

গত ৭ জুন যুক্ত মঞ্চের মাধ্যমে ধর্মতলার ওয়াই চ্যানেলের সমাবেশে দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। জেলাস্তরেও আন্দোলন চলছে। কিন্তু সরকারের ঘুম ভাঙছে না। এখন বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া পথ নেই। অচিরেই রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ