ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন!
বাংলার জনরব ডেস্ক : জলপাইগুড়ির ময়নাগুড়িতে পুরনো বিবাদের চেয়ে কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ।ঘটনায় নাম জড়িয়েছে এলাকার তৃণমূল এবং বিজেপি কর্মীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানিক রায়। ময়নাগুড়ির হঠাৎ কলোনির বাসিন্দা। অভিযোগ, এলাকার ৩০-৩৫ জন মিলে গাছে বেঁধে মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে নদী পেরিয়ে থানায় ছোটে তার ছেলে ভক্ত রায়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ভোর তিনটে নাগাদ মানিকের মৃত্যু হয়।
এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি তৃণমূল এবং বিজেপির।পুরনো বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবি।