কলকাতা 

Bengal Weather Update: উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে আগাম বর্ষার আশা নেই, বহাল থাকবে গরম-অস্বস্তি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তর বঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনই বর্ষা আসছে না। বরং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকবে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি। এ খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।তবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

আপাতত অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবার বেশি রাতের তাপমাত্রাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছেন আবহবিদরা।

Advertisement

বুধবার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাসও রয়েছে।

স্বাভাবিক নিয়মে দক্ষিণবঙ্গে সাধারণত ১১ জুন নাগাদ বর্ষা প্রবেশ করে থাকে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশের প্রাকমুহূর্তে বর্ষার গতি থমকে গিয়েছে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ