জেলা 

Bagtui Case: দু’সপ্তাহের মধ্যে বগটুই-তদন্তের চার্জশিট দেওয়া হবে, আদালতে জানাল সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী দুই সপ্তাহের মধ্যে বগটুই কান্ডের  চার্জশিট পেশ করা হবে বলে কলকাতা হাইকোর্টে জানাল সিবিআই । আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চে সিবিআই জানায় বগটুই কান্ডের তদন্ত শেষ পর্যায়ে আগামী দুসপ্তাহের মধ্যেই চার্জশিট পেশ করা হবে ।

হাই কোর্টের নির্দেশে বীরভূমের বগটুই গণহত্যা এবং তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় তদন্তে নামে সিবিআই। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সিবিআই জানায়, তারা তদন্তপ্রক্রিয়া প্রায় গুটিয়ে নিয়ে এসেছে। পাশাপাশি, আদালতে দ্বিতীয় রিপোর্ট জমা দেয় সিবিআই।

Advertisement
গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের অব্যবহিত পরে বগটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পর দিন, অর্থাৎ, ২২ মার্চ সকালে আট জনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। দিন কয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ