দেশ 

Masked Aadhaar: ‘মাস্কড আধার’ নিয়ে ‘ভুল ব্যাখ্যার সম্ভাবনা’, প্রতিলিপির বদলে মাস্কড আধার সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করল কেন্দ্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আধার কার্ড ব্যবহার করার আগে নাগরিককে সতর্ক হওয়ার নির্দেশ দিল কেন্দ্র সরকার। তবে গত 27 মে আধারের ফটোকপি না দিয়ে’ মাস্কড আধার দেওয়ার যে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র সরকার তা আজ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ রবিবার সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতে ভুল ব্যাখ্যার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই এই নির্দেশিকা প্রত্যাহার করা হল।’ তার বদলে মানুষকে আধার দেওয়ার সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ কেন্দ্রের।

গত ২৭ মে কেন্দ্র একটি নির্দেশিকা জারি করে জানায়, অপব্যবহার রুখতে কোনও প্রতিষ্ঠানকে আপনার আধারের প্রতিলিপি দেবেন না। তাতে প্রতারণা ও জালিয়াতির সম্ভাবনা থাকে। তার বদলে মাস্কড আধার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মাস্কড আধার কী এবং সরকারি ওয়েবসাইট থেকে কী ভাবে তা ডাউনলোড করতে হবে, তা-ও জানানো হয়েছিল।

Advertisement

কিন্তু এর ফলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। তাই ৪৮ ঘণ্টার মধ্যে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল আধারের দায়িত্বপ্রাপ্ত ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)’। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও প্রতিষ্ঠান আপনার আধারের প্রতিলিপি চাইলে তা দেওয়ার আগে আরও সতর্ক থাকুন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ