কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সাহিত্যিক সমাজ সেবক বজলে রহমানের সংবর্ধনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা, বাংলার জনরব: গত ২৭ মে ২০২২ শুক্রবার কলকাতা ২৫ ব্রাইট স্ট্রিটে অবস্থিত আমানত ফাউন্ডেশন ট্রাস্টের কার্যালয়ে এক অনাড়ম্বর বৈকালিক অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় পঞ্চানন বর্মা পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও সমাজসেবক বজলে রহমানকে।

উত্তর বঙ্গের নস্য শেখ উন্নয়ন পর্ষদের অন্যতম সদস্য বজলে রহমান এদিন আমানত ফাউন্ডেশন ট্রাস্ট জনসেবা ক্রেডিট সোসাইটি লিমিটেড এবং ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিলের আয়োজিত যৌথ অনুষ্ঠানে সম্মানিত হয়ে নিজের অনুভূতি প্রকাশে কয়েকটি মূল্যবান বক্তব্য পেশ করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে তিনি বলেন পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে শৈক্ষিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে । বিশেষ করে মুসলিম সহ পিছিয়ে পড়া সমাজের এসসি, এসটি, দলিত সম্প্রদায়ের সাথে একতাবদ্ধ হয়ে রাজনৈতিক দল বা গোষ্ঠী তৈরি করে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে । বিধানসভা এবং পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি পাঠিয়ে আদায় করে নিতে হবে নিজেদের দাবিদাওয়া।

উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক ও পুরস্কার সহযোগে আয়োজিত তাঁর সম্মাননা অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, জনসেবা ক্রেডিট সোসাইটি লিমিটেড এর প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ লাডলা, বিশিষ্ট অ্যাডভোকেট মাসুদ করিম, সাহিত্যিক সেখ আব্দুল মান্নান ও সমাজসেবী সালাউদ্দিন আহমেদ।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ