কলকাতা 

Weather Update : কলকাতায় রবিবারেও কালবৈশাখীর আশঙ্কা! দক্ষিণবঙ্গ জুড়েই বিকেলে বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টিপাত হতে পারে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার বিকেলেও কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে। এই বৃষ্টিপাতের রেশ থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশির ভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

বৃষ্টিপাতের ফলে আগামী তিন দিন দাবদাহের হাত থেকে রক্ষা পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। মঙ্গলবার পর্যন্ত প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়াডেস্ক  বইতে পারে।

Advertisement

সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস জানিয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ