জেলা 

আমতায় পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির ১০ম হাওড়া জেলা সম্মেলন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এম, এ, মনু, উলুবেড়িয়া,আমতা:পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির ১০ম হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল আমতা ২নং ব্লক উন্নয়ন আধিকারিকের কমিউনিটি হলে উপস্থিত ছিলেন আমতা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমতা বিধানসভার কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক দ্বিজেন্দনাথ চৌধুরী,রাজ্য কোষাধ্যক্ষ রুপচাঁদ বেরা সহ জেলা নেতৃত্ব মূলত দলিল লেখক সমিতির সদস্যরা রাজ্য সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে,এই সমিতির সদস্যরা প্রতক্ষ ও পরাক্ষ ভাবে কাজ করে।

এদের প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় কিছু ঘুষখোর অফিসার,কিছু অফিসের ঘুষখোর আমলা,কেরাণী থেকে বড়বাবু কিছু উৎকোচের জন্য আমাদের দলিল লেখকদের পরীক্ষা-নিরীক্ষা না করে বহিরাগত পরগাছা আমাদের পেশার ওপরে তারা প্রতিনিয়ত আমাদের পেশাকে জাল করে দলিল করে বেরিয়ে যায়।কিছু বহিরাগত দলিল লেখকের পরিচয় দিয়ে দলিল রেজিস্ট্রি করে জনগণের জাল দলিল তৈরি করে,এর ফলে আসল দলিল লেখকদের পেশায় ক্ষতি করছে এই ব্যাপারে অফিস কোন ইনেসেটিভ নেয়না,যার ফলে দলিল লেখকরা সাফারার হয়!আজকে তাদের সম্মেলন থেকে মূল দাবি দলিল লেখকদের পেশার নিরাপত্তার সুরক্ষা দিতে হবে,আরও দাবি আসল দলিল লেখকদের ফিজিক্যালি অফিসে হাজির হয়ে ডিজিটাল স্বাক্ষর করতে হবে।তাহলে রেজিস্ট্রার সঠিক দলিল লেখকদের পরিচয় থাকল এরফলে জাল দলিল লেখকরা এই কাজে দাখিল দিতে পারবে না,এই ব্যবস্থা করলে জাল দলিল বা জাল স্ট্যাম্প করতে পারবে না,সিস্টেম চালু করলে সরকারের সুবিধা হবে সঠিক দলিল লেখক চিনতে।

Advertisement

সরকারের কাছে দাবি রাখলেও আমলারা সেই সব দাবি মানছে না সম্মেলন থেকে এই কথা জানালেন দলিল লেখক সমিতির রাজ্য সম্পাদক দ্বিজেন্দনাথ চৌধুরী এছাড়া এক দলিল লেখক সুকদেব হাজরা বলেন পেশাগত দিক থেকে পয়সার দিক থেকে উকিল বাবুরা পয়সা নিয়ে বহিরাগতদের কাজ করে দিচ্ছেন,এ প্রসঙ্গে বিধায়ক সুকান্ত পাল বলেন সরকার তাদের পাশে আছে এরকম কোন সমস্যা হলে আমি তাদের সাহায্য করব।

১০তম রাজ্য সম্মেলন থেকে দাবি ওঠে তাদের এই পেশার সঠিক দলিল লেখকদের স্বীকৃতি দিক এবং জাল দলিল বা স্ট্যাম্প তৈরি করা বহিরাগত দালালদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিক।তবে বাঁচবে এই পেশা,আর এই পেশা বাঁচলে রাজ্য সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়বে।সেই সুদিনের দিকেই তাকিয়ে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সঙ্গে যুক্ত মানুষরা

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ