কলকাতা 

স্বাস্থ্য-সচেতনতার পর এবার রাজ্যব্যাপী শিক্ষা-প্রসার ও মানোন্নয়নে একগুচ্ছ কর্মসূচি নিয়ে নামতে চলেছে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে বিশেষ এক আলোচনাসভায় মিলিত হন সমাজের বিভিন্ন পেশার বিদগ্ধ গুণীজনেরা। দীর্ঘকাল রাজ্যব্যাপী স্বাস্থ্য পরিষেবা ও সচেতনতামূলক নানান সফল কর্মসূচির পর এবার শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নে একগুচ্ছ কর্মসূচি নিয়ে নামতে চলেছে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট। শিক্ষাক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের এই সভায়। সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মীর আব্দুর রফিক, বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক, বিশিষ্ট ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষা-কাউন্সেলর ও চিকিৎসক আব্দুল বসির, বিশিষ্ট ব্যাংকার ফজলে আজিম সিদ্দিকী, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি জালাল উদ্দিন আহমেদ প্রমূখ। এদিন সভার পৌরোহিত্য করেন ট্রাস্টের চেয়ারম্যান শাহ আলম।

গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এদিনের আলোচনার মুখ্য বিষয় ছিল শিক্ষার মানোন্নয়ন। এই আলোচনায় উঠে আসে মূলত দুটো দিক- পড়াশুনা যাতে ছাত্র-ছাত্রীদের কাছে বোঝা নয় বরং আনন্দদায়ক হয়ে ওঠে এবং দ্বিতীয় শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকদের আরো বেশি কার্যকর কীভাবে করে তোলা যায়।

Advertisement

এই বিষয়ে কতগুলি কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। ট্যালেন্ট সার্চ, অ্যাপ্টিটিউড টেস্ট, ক্যারিয়ার কাউন্সেলিং, টিচার্স ট্রেনিং, নৈতিক শিক্ষা দান ইত্যাদি।

সভায় স্থির হয়, প্রথম কর্মসূচি হবে সারা বাংলা ট্যালেন্ট সার্চ। দিনক্ষণও স্থির হয়ে যায় আগামী 24 জুলাই, 2022সারা বাংলা জুড়ে আমানত ট্যালেন্ট সার্চ এই নামে ক্লাস ফোর থেকে নাইন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করবে এবং তার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ করবে। বাংলার প্রতিটি ব্লকে বিভিন্ন স্কুলে, মিশনে ও মাদ্রাসায় একই দিনে অর্থাৎ 24 জুলাই একই সময়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। মেধা অন্বেষণের এই পরীক্ষায় রাজ্যব্যাপী সেরা ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে সুন্দর এক অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও প্রতিটি জেলায় সেরা ছাত্র-ছাত্রীদের জন্য থাকবে শিক্ষামূলক অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা প্রদানের ব্যবস্থাপনা।

এদিনের অনুষ্ঠানে আরো স্থির হয় পরবর্তীকালে মক টেস্টের ব্যবস্থা করা হবে, শিক্ষক-শিক্ষিকাদের মান উন্নয়নের জন্য স্বনামধন্য শিক্ষকদের নিয়ে টিচার ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের ড্রপআউট সংখ্যা কমানোর জন্য বিশেষ পদক্ষেপ, ছাত্র-ছাত্রীদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কর্মসূচি, দুস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে বর্তমান কর্মসূচির পাশাপাশি নেওয়া হবে আরও কিছু কর্মসূচি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ