কলকাতা 

দৈনিক নোয়াখালী পত্রিকার পক্ষ থেকে  “বঙ্গবন্ধু পদক” পাচ্ছেন সাংবাদিক সেখ মতিয়ার রহমান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দৈনিক নোয়াখালী প্রতিদিনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতার দমদম মিউনিসিপ্যালিটি অডিটরিয়ামে আগামী  ১৫ মে আয়োজন করা হয়েছে “বাংলাদেশ-ভারত মৈত্রী ৫১ বছর”  শিরোনামে এক আন্তর্জাতিক সেমিনার ও গুণীজন সংবর্ধনা। এই অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের  বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে উৎসর্গীকৃত  ” বঙ্গবন্ধু পদক -২২” প্রদান করা হবে ।

পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম সাংবাদিক,  লেখক সেখ মতিয়ার রহমান’বঙ্গবন্ধু পদক ২২’-এর জন্য মনোনীত হয়েছেন।

Advertisement

সেখ মতিয়ার রহমান বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা ও পত্রিকা ও টিভি চ‍্যানেলের ক্ষেত্রে সাংবাদিক হিসেবে পরিচিত এক নাম। তিনি থাকেন হাওড়া জেলার উলুবেড়িয়া থানার সমরুক গ্ৰামে। তাঁর জন্ম ১৯৭১ সালের ৩রা ফেব্রুয়ারি। পিতা সেখ মহ,ইসমাইল, মাতা প্রয়াত রাবেয়া বেগম। স্কুলে পড়ার সময় থেকে পত্রিকার সাংবাদিকতা ও সাহিত্য চর্চার শুরু। মাধ্যমিক পাশ করেন ১৯৮৭ সালে। পরবর্তীকালে ক্রমান্বয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত উলুবেড়িয়া কলেজ থেকে স্নাতক হন।

তিনি মূলতঃ চলমান ঘটনার উপর সাংবাদিকতা করে থাকেন। তবে দৈনিক “দূরন্ত বার্তা” সহ একাধিক দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকা ও একাধিক টিভি চ্যানেলে ও  বিভিন্ন নিউজ পোর্টালে দেশের এবং বিদেশের বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করে থাকেন।

সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা ও সেবামূলক কাজে তিনি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত,এবং তিনি সর্বশিক্ষা মিশনের সঙ্গে যুক্ত।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ