জেলা 

উন্নয়নের পথে ১১ বছর : নবাবপুর গ্রামপঞ্চায়েত এলাকায় অসংখ্য উপভোক্তাদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম :”মমতা বন্দোপাধ্যায় “এর নেতৃত্বে রাজ্যের ‘মা -মাটি -মানুষ ‘ তৃতীয়বারের সরকারের ১১তম বৎসর পূর্তি উদযাপন মহাসমারহে সংগঠিত হলো আজ হুগলীর চণ্ডীতলা ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ‘নবাবপুর গ্রামপঞ্চায়েত ‘এলাকায়! রাজ্যের প্রভুত জনকল্যাণমূলক প্রকল্পের দ্বারা উপকৃতকারী অসংখ্য উপভোক্তাদের মিলিত অংশগ্রহণের দ্বারা এক বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত হলো!

‘লক্ষীর ভাণ্ডার ‘কন্যাশ্রী -রুপশ্রী-সমব্যথী -মানবিক পেনশন – বিধবাভাতা -বার্ধক্যভাতা -স্কলারশিপ -খাদ্যসাথী -সবুজসাথীসহ অসংখ্য প্রকল্পের তোরণহাতে এই শোভাযাত্রায় পা মেলান এলাকার অধিবাসীগণ!

Advertisement

এই মহতী বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত এর প্রধান ‘রীনা সাঁতরা -উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সহ সঞ্চালক আনিসুর রহমান নস্কর ও সিরাজুল হক মল্লিক সহ সকল পঞ্চায়েত সদস্য সদস্যাগণ!

এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীতলা১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মলয় খাঁ সহ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ “মোসারাফ আলী অসংখ্য সরকারি আধিকারিকগন! এছাড়াও নার্স সহ আশাকর্মীরাও উপস্থিত ছিলেন!

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ