কলকাতা 

Anish Khan Death Mystery : সিটের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং বিচারপতি, আনিসকে খুন করা হয়েছে ফের আদালতে দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরবর্তী শুনানি মঙ্গলবার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ কলকাতা হাইকোর্টে আনিস খান মৃত্যু রহস্যের মামলার শুনানি হয়। এদিন ময়নাতদন্তের রিপোর্ট হাতে নিয়ে আনিস খানকে খুন করেছে পুলিশ বলে সরাসরি অভিযোগ করে তা নিয়ে যুক্তিগ্রাহ্য বিস্তারিত বক্তব্য রাখেন প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে এদিন বিচারপতি রাজশেখর মান্থারও সিটের তৈরি করা রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন।

এদিন বিচারপতি জানতে চান, পুলিশকর্মীরা সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন। তারপর তারা কী দেখলেন? কী হল? সেগুলির তো কোথাও উল্লেখ নেই। বিচারপতি আরও জানতে চান, আনিসের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকত তাহলে তাঁকে ৪১ এ নোটিশ পাঠানো প্রয়োজন ছিল। সেটা হয়েছে কি? তাঁর বাড়িতে কোন সমস্যা ছিল কিনা সেটা কি তদন্ত করে দেখা হয়েছে ?

Advertisement

অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট তুলে ধরে বিকাশ ভট্টাচার্য বলেন, এই নথির ছত্রে ছত্রে আনিসের দেহে আঘাতের চিহ্ন থাকার কথা বলা হয়েছে। যা থেকে বোঝা যাচ্ছে, মৃত্যুর আগে তাঁর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে।

বিকাশের অভিযোগ, পুলিশকর্মীদের বাঁচানোর জন্যই সিট সাজানো তদন্ত চালাচ্ছে। প্রসঙ্গত, ওই মামলায় আনিসের পরিবার সিবিআই তদন্ত দাবি করেছে।

বিকাশ ময়না তদন্তের রিপোর্ট দেখিয়ে আরও দাবি করেন, আনিস মারা যাওয়ার আগেই তাঁর দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। যেগুলি ময়নাতদন্তকারীদের পর্যবেক্ষণে উঠে এসেছে। যা থেকে বোঝা যায় পুলিশ তাঁকে মেরে ওপর থেকে ফেলে দিয়েছে।

তাই উল্টো তত্ত্ব খাঁড়া করার চেষ্টা হচ্ছে যে আনিস খান হয়তো পাঁচিলের ওপর বসে ছিল। সেখান থেকে পড়ে গিয়েছে। সেই তত্ত্ব নিয়ে বিকাশের প্রশ্ন মাঝরাতে আনিস কেন ওখানে বসতে যাবে?

পুলিশ মাঝরাতে বাড়িতে এসে তাঁর বাবাকে ডেকে দরজা খুলিয়ে ওপরে গিয়ে মারধর করেছে। তারপর তাঁকে ফেলে দেয়। তাঁর আরও বক্তব্য, কেউ যদি স্বেচ্ছায় ঝাঁপ মারে তাহলে তার হাতে পায়ে আঘাত লাগার সম্ভবনা থাকে, এক্ষেত্রে সেই ধরনের আঘাত নেই। মাথায় আঘাত আছে। এদিন একইসঙ্গে আনিসের বাবার পলিগ্রাফ টেস্ট এর বিরোধিতা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

রাজ্য সরকারের আইনজীবী বলেন, আমরা চার্জশিট পেশের জন্য প্রস্তুত। আনিছ খানের মোবাইল হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে তা থেকে যাবতীয় তথ্য সামনে আনা হবে বলে সরকারের আইনজীবী আদালতে জানান। একইসঙ্গে আনিসের বাবাকে পলিগ্রাফ টেস্ট করা হলে তাতে তার শারীরিক ভাবে কোন অসুবিধা হওয়ার কথা নয়। তবে বিচারপতি রাজশেখর মান্দারতলা প্রশ্নের উত্তর সরকারি আইনজীবী সঠিকভাবে দিতে পারেননি বলে জানা গেছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ