দেশ 

Taj Mahal: “জনস্বার্থ মামলাকে উপহাসের বিষয়ে পরিণত করার চেষ্টা করবেন না’’ তাজমহলের প্রকৃত ইতিহাস ও বন্ধ ২২ টি ঘর খোলার দাবিতে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মন্তব্য ইলাহাবাদ হাইকোর্টের , আবেদন খারিজ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সম্রাট শাহজাহানের তৈরি করা তাজমহলের বন্ধ থাকা বাইশটা ঘর খুলে দেয়ার দাবি বহুদিন থেকে করে আসছে হিন্দুত্ব বাদীরা। হিন্দুত্ববাদীদের অভিমত ওই ২২টি ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে তাজ মহলের প্রকৃত রহস্য। তারা মনে করে তাজমহল আগে শিব মন্দির ছিল তার নাম ছিল তেজো মহালয়। হিন্দুত্ববাদীদের দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে এবার ইলাহাবাদ হাইকোর্টের শরণাপন্ন হয়েছিল। এমনকি জয়পুরের প্রয়াত মহারানি গায়ত্রী দেবীর নাতনি, বিজেপি সাংসদ দিয়া কুমারী বুধবার বলেন, ‘‘জয়পুর রাজ পরিবারের কাছে তাজমহলের জমির নথি রয়েছে।

আজ বৃহস্পতিবার ইলাহাবাদ হাইকোর্টের তাজমহলের আসল ইতিহাস জানতে চেয়ে জনস্বার্থে মামলা দায়ের করতে গেলে তীব্র ভর্ৎসনার  মুখে পড়তে হয় বিচারপতিদের।

Advertisement

বৃহস্পতিবার শুনানিপর্বে আবেদনকারী পক্ষের আইনজীবীকে দুই বিচারপতির বেঞ্চ ভর্ৎসনা করে বলেছে, ‘এ ভাবে জনস্বার্থ মামলাকে উপহাসের বিষয়ে পরিণত করার চেষ্টা করবেন না।’’ তাজমহলের বন্ধ থাকা ২২টি ঘর খুলে দেখার আবেদন খারিজ করে দিয়েছে ইলাহাবাদ হাই কোর্ট।

অযোধ্যা জেলার বিজেপির ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবিতে ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।

পাশাপাশি, তাজমহলের অন্দরে দীর্ঘ দিন ধরে ২২টি ঘর বন্ধ রয়েছে দাবি করে, এএসআই-এর প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলি খোলারও দাবি জানান তিনি। এমন দাবি প্রসঙ্গে দুই বিচারপতির বেঞ্চের প্রতিক্রিয়া— ‘এর পর তো আগামিকাল আপনারা আমাদের চেম্বার খুলে কী আছে দেখার অনুমতি চাইবেন!’

যদিও বৃহস্পতিবার আদালতে রজনীশের আইনজীবী জানান, তাজমহলের জমিতে মন্দির নির্মাণ করা তাঁদের উদ্দেশ্য নয়। প্রকৃত ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরতেই ওই জনস্বার্থ মামলা। যদিও সেই যুক্তি মানতে চায়নি ইলাহাবাদ হাই কোর্ট।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ