জেলা 

TMC: ‘বালুকে সামলান!’ মমতার লাইভে মন্তব্য করে বিপাকে বনগাঁর তৃণমূল কর্মী, থানায় অভিযোগ দায়ের, পুলিশি তল্লাশীর ভয়ে নিখোঁজ, নেতার বিরুদ্ধে কথা বললে পুলিশি অভিযান এ কেমন গনতন্ত্র ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন কয়েক দিন আগে । সেই বৈঠক ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় । ফেসবুকে সম্প্রচার চলাকালীন সময়েই উত্তর ২৪ পরগণার এক তৃণমূল কর্মী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে মন্তব্য করেন । আর এই মন্তব্যকে কেন্দ্র করে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যার জেরে ওই কর্মী নিখোঁজ বলে দাবি করছে পরিবার।

জানা গেছে,  দিন কয়েক আগে দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করছিলেন দলনেত্রী মমতা। ফেসবুকে সেটির সরাসরি সম্প্রচারের সময় জ্যোতিপ্রিয়ের সমালোচনা করে ‘মন্তব্য’ করেন বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সিন্টু। তিনি সেখানে লেখেন, ‘‘বালু মল্লিক (জ্যোতিপ্রিয়) উত্তর ২৪ পরগনা জেলাটা শেষ করছে। দিদি, দয়া করে নজর দিন।’’ সিন্টুর এই মন্তব্য চোখ এড়ায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। রবিবার তাঁর বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন আর এক দলীয় কর্মী তন্ময় রায়।

Advertisement

লিখিত সেই অভিযোগের পরেই সিন্টুকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিন্টুর ভাই মিন্টুর অভিযোগ, তাঁর দাদা ফেসবুকে একটি ‘কমেন্ট’ করার কারণে তাঁদের বাড়িতে গিয়ে খারাপ ব্যবহার করেছে পুলিশ। সিন্টুর বাবা স্বপন ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ‘‘ছেলে ভুল করে ফেলেছে, সেটা যত দ্রুত সম্ভব মিটে যায় সেটাই চাইব।’’

বনগাঁ পুরসভার প্রাক্তন কাউন্সিলর শঙ্কর আঢ্য বলেন, ‘‘তৃণমূলের হয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি উন্নয়নের কান্ডারী। তাঁর বিরুদ্ধে এমন মন্তব্যের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া দরকার।’’মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল কর্মীর এই কাজে একই সুর শোনা গিয়েছে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠের গলাতেও। তাঁর কথায়, ‘‘আমাদের অভিভাবক জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে নিয়ে ফেসবুকে খারাপ মন্তব্য করলে দলের পক্ষ থেকে তো ব্যবস্থা নেওয়া হবেই। নিজেদের দলের হলেও তাঁকে প্রশ্রয় দেব না।’’ আর স্বয়ং জ্যোতিপ্রিয় বলেন, ‘‘আইন আইনের পথে চলবে।’’এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

তবে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ কারও সমালোচনা করতেই পারেন । এক্ষেত্রে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কোনো নেতার বিরুদ্ধে মন্তব্য করতেই পারেন তৃণমূলের কোনো কর্মী এটাই গণতান্ত্রিক অধিকার । এমনকি দলের কর্মী হিসাবে মন্তব্য করতে পারেন । তা বলে মন্তব্য করার জেরে পুলিশে অভিযোগ দায়ের হবে , পুলিশ তল্লাশী চালাবে, এ কেমন গণতন্ত্র ?

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ