কলকাতা 

‘‘দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক‘‘: তথাগত রায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফের বিজেপির রাজ্য কমিটির বিরুদ্ধে সরব হলেন আরএসএস নেতা তথা রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি তথাগত রায় । তিনি আজ মঙ্গলবার সকালে টুইটারে লিখেছেন, “দলের মজ্জায় মজ্জায় ক্যানসার ধরেছে।”

ওই টুইটে আবার তিনি কৈলাস বিজয়বর্গীয় ও দলকে কটাক্ষ করে সেখানে লেখেন, “সে ভেগেছে, না বললে এখন দলের মাথায় বসে থাকত। দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না। এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভাল বোঝ কর, আশীর্বাদ রইল।” কেন টুইটে বিদায় নিচ্ছি লিখলেন তথাগত, তা এখনও স্পষ্ট নয়। তবে তথাগত রায়ের দল প্রসঙ্গে এই উক্তিতে অস্বস্তিতে বিজেপি।এই প্রথম নয়, এর আগেও দলের বিরুদ্ধে বারবার প্রকাশ্যেই সরব হয়েছেন তথাগত রায়। দলের নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কখনও আবার অভিযোগ করেছেন টাকার বিনিময়ে বহু তারকাকে প্রার্থী করেছে বিজেপি। যা নিয়ে সমালোচনার ঝড় বয়েছে। কিন্তু কখনই নিজের অবস্থান থেকে সরেননি তিনি। বরং বারবার দাবি করেছেন, তাঁর পরামর্শ না মানলে দলকে টিকিয়ে রাখাই কঠিন হয়ে দাঁড়াবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ