‘‘বাংলাকে কালিমালিপ্ত করার জবাব বিজেপিকে দেবেন বাংলার মানুষই’’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালি ভিডিও কান্ড নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার মুখ খুলেছেন তৃণমূল সাংসদ তথা শাসকদলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার ফের তিনি এ বিষয়ে মুখ খুললেন। প্রিয় এদিন বলেন,‘‘বাংলাকে কালিমালিপ্ত করার জবাব বিজেপিকে দেবেন বাংলার মানুষই।’’ সঙ্গে তিনি এ-ও বলেন, ‘‘আমার মনোনয়ন জমাকে ঘিরে যে ভাবে মানুষের ভালবাসা, আশীর্বাদ পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। ১০ বছর আমাকে এই কেন্দ্রে কাজ করা সুযোগ করে দিয়েছেন আপনারা। রীতি মেনেই আমি আমার মনোনয়ন দাখিল করলাম।’’ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আজ শুক্রবার তিনি মনোনয়নপত্র দাখিল করেন আলিপুর ডিএম অফিসে। বাড়ি থেকে বেলা বারোটা নাগাদ বের হয়ে সোজা হাঁটতে হাঁটতে বড় মিছিলকে সঙ্গে করে আলিপুর ট্রেজারি বিল্ডিং এর সামনে এসে হাজির হন সেখানে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল করার পরেই তিনি উপরোক্ত মন্তব্যটি করেন। একই সঙ্গে তিনি আরো বলেন, ‘‘আমার মনোনয়ন জমাকে ঘিরে যে ভাবে মানুষের ভালবাসা, আশীর্বাদ পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। ১০ বছর আমাকে এই কেন্দ্রে কাজ করা সুযোগ করে দিয়েছেন আপনারা। রীতি মেনেই আমি আমার মনোনয়ন দাখিল করলাম।’’
অভিষেকের মনোনয়ন-মিছিলের সামনের সারিতে ছিলেন সওকত মোল্লা, অশোক দেবরা। কর্মী-সমর্থকেরাও ছিলেন শুক্রবারের মিছিলে। শুধু তা-ই নয় উৎসাহী জনতাও রাস্তার দু’ধারে ভিড় করেছিলেন। অন্য দিকে, কলকাতা উত্তরের দুই যুযুধান প্রার্থী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তাপস রায়ও মনোনয়ন জমা দিলেন। তাঁরা মনোনয়ন জমা দেন জেসপ বিল্ডিংয়ে। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও শুক্রবার তাঁর মনোনয়ন জমা দেন।