দেশ 

Prashant Kishore : কংগ্রেসের নেতৃত্বে দ্বিতীয় ফ্রন্ট করতে পারলে মোদি সরকারকে হারানো সম্ভব দাবি করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: প্রশান্ত কিশোর কংগ্রেসের যোগ দিচ্ছেন সংবাদমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার করা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি কংগ্রেসে যোগ দেননি। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া প্রশান্ত কিশোরের সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে। তবে এই ভোট কৌশলী খুব সুকৌশলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশান্ত কিশোর একটি কথা স্পষ্ট করে বলেছেন মোদি সরকার কে হটাতে হলে কংগ্রেসের নেতৃত্বে দ্বিতীয় ফ্রন্ট গঠন করতে হবে।

তাঁর মতে, তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট করে মোদি সরকারকে হঠানো যাবে না বলে মনে করেন প্রশান্ত কিশোর।বিজেপিকে হারাতে হলে দ্বিতীয় কোনও ফ্রন্ট গড়তে হবে। পিকে-কে প্রশ্ন করা হয়েছিল তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় ফ্রন্ট তৈরিতে সাহায্য করছেন? জবাবে পিকে বলেন,”আমি এতটাও বোকা নই যে, তৃতীয় ফ্রন্ট গড়তে সাহায্য করব। কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে হারাতে পারবে না। এসব সংবাদমাধ্যমের পছন্দের কথা। বিজেপিকে হারাতে হলে অবশ্যই সেই ফ্রন্টকে দ্বিতীয় ফ্রন্ট হতে হবে।”

Advertisement

প্রস্তাবিত এই দ্বিতীয় ফ্রন্ট কি কংগ্রেস? এ প্রশ্নের জবাবে আবার প্রশান্ত কিশোর বলেন,”কংগ্রেস একা তো কোনও ফ্রন্ট নয়, তবে কংগ্রেস নিঃসন্দেহে দেশের দ্বিতীয় বৃহত্তম দল।” কংগ্রেস প্রসঙ্গে পিকে সাফ কথা, “দেশের জন্য শক্তিশালী কংগ্রেসের প্রয়োজন। শুধু আমি নই, কট্টর বিজেপি সমর্থকরাও জানেন কংগ্রেসের শক্তিশালী হওয়াটা গোটা দেশের জন্য ভাল।”

প্রশ্ন উঠছে, কংগ্রেসের যখন এতই প্রয়োজন তাহলে তিনি নিজে কেন কংগ্রেসে যোগ দিলেন না? পিকে’র (PK) জবাব, তিনি আগামী দিনে কংগ্রেসেকে পুনরুজ্জীবিত করার যে ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন, সেটার অধিকাংশ পয়েন্ট কংগ্রেসের কমিটি মেনে নিয়েছে। সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, সেজন্য তিনি আপ্লুত। কিন্তু এই ব্লু-প্রিন্ট কার্যকর করার যে পদ্ধতি কংগ্রেস নেতারা বলছিলেন, সেটা তাঁকে পুরোপুরি ভরসা দিতে পারেনি। তাহলে কি কংগ্রেস এবং প্রশান্ত কিশোরের পর্বে কি ইতি পড়ে গিয়েছে? পিকে জানিয়েছেন আগামী দিনে তিনি রাজনীতিবিদ হিসাবেই কাজ করতে চান। তবে কোন পদে এবং কীভাবে? সেসব নিয়ে ২ মে তিনি ইঙ্গিত দেবেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ