জেলা 

TMC Chaos: মন্ত্রী সাবিনার বিরুদ্ধে পোস্টার দিল মালদার ব্লক সভাপতি, পাল্টা সাবিনা বললেন ‘ও দুর্নীতিগ্রস্ত’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত। তৃণমূল কংগ্রেস আছে অথচ তার গোষ্ঠী নেই এটা বিশ্বাসযোগ্য নয় তবে মালদা জেলার মত এত গোষ্ঠী কোন্দল আর কোন জেলায় আছে বলে মনে হয় না। এবার মালদা জেলার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পোস্টার দিল তৃণমূলের ব্লক সভাপতি।

বিধায়ক বনাম ব্লক সভাপতি দ্বন্দ্বে সরগরম মোথাবাড়ি। বিধায়ক সাবিনার বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার কালিয়াচক ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সুধীর বলেন, ‘‘আগামী দিনে সাবিনা ‘উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী’ হিসেবে চিহ্নিত হবেন। টাকা ছাড়া ওই মন্ত্রী কোনও কাজ করেন না। জেলা সভাপতি রহিম বক্সীকে বার বার অভিযোগ করে কোনও লাভ হয় নি।’’ তাঁর অভিযোগ, সাবিনার ‘হাতের পুতুল’ হয়ে কাজ করছেন জেলা সভাপতি।

Advertisement

তাই মালদহে তৃণমূলকে বাঁচাতে তাঁরও অপসারণ দরকার। ব্লক সভাপতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাবিনা। তিনি পাল্টা বলেন, ‘‘সম্প্রতি ব্লক কমিটি ওই ব্যক্তিকে শোকজ করেছে। তাই তিনি পদ বাঁচাতে আবোল তাবোল বলছেন। আমার বিরুদ্ধে এক টাকা নয়ছয়ের অভিযোগ প্রমাণ করতে পারলে, সঙ্গে সঙ্গে ইস্তফা দেব। আমি শৃঙ্খলাবদ্ধ ভাবে দল করি। সেটা অনেকের পছন্দ হচ্ছে না।’’

জেলা সভাপতি রহিম বক্সী বলেন, ‘‘সাবিনার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আগামী ৩০ এপ্রিল জেলা তৃণমূলের সাংগঠনিক সভা ডাকা হয়েছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। তথ্যসূত্র ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ