জেলা 

Rampurhat Violence: বগটুই গ্রামে বাড়িতে আগুন ধরাতে টোটোয় করে আনা হয়েছিল পেট্রল? সিবিআইয়ের জালে সেই টোটোচালক রিটন শেখ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : বগটুই গ্রামে নয় জন মহিলাকে পুড়িয়ে মারার ঘটনায় পার্শ্ববর্তী পেট্রোল পাম্প থেকে পেট্রোল এনে আগুন ধরানো হয়েছিল বলে সিবিআইয়ের ধারণা। আর আগুন ধরানোর  ঘটনায় জড়িত সন্দেহে এক টোটোচালককে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতকে বৃহস্পতিবার রামপুরহাট আদালতে তোলা হয়েছিল। তাকে তিন দিনের জন্য সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

ধৃতের নাম রিটন শেখ। তার বাড়ি বগটুইয়ের পশ্চিমপাড়া এলাকায়। রিটন পেশায় এক জন টোটোচালক। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২১ মার্চ তৃণমূল নেতা ভাদু শেখ খুনের রাতে রিটনই টোটো করে পাম্প থেকে পেট্রল নিয়ে এসেছিল। রামপুরহাটের মনসুবা মোড়ের একটি পেট্রল পাম্প থেকে আনা হয়েছিল ওই জ্বালানি। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। সেই সিসি ক্যামেরাতেই রিটনের ছবি ধরা পড়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Advertisement

বগটুই-কাণ্ডে সম্প্রতি সমীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তার আগে মুম্বই থেকে মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জেরা করেই রিটন সম্পর্কে তথ্য মেলে বলে সিবিআই সূত্রে খবর।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ