জেলা 

ঝালদা পুরনো থানায় অগ্নিকান্ড ঘিরে চাঞ্চল্য, সেখানেই সংরক্ষিত শহরের সব সিসিটিভি ফুটেজ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আচমকা ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আজ সোমবার বেলায় ওই থানা চত্বরে আগুন লাগে। থানা চত্বরে সার দিয়ে রাখা ছিল পুলিশের বাজেয়াপ্ত করা মোটরসাইকেল। সেই মোটরসাইকেলগুলি আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তে তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে ওই ঝালদা পুরনো থানার। কারণ সেখানেই সংরক্ষিত রয়েছে গোটা শহরের সিসিটিভি ফুটেজ। থানার একটি ঘরে সংরক্ষিত রয়েছে ওই ফুটেজ। সম্প্রতি ওই থানাতে সংরক্ষিত সিসি টিভি ফুটেজ সংগ্রহ করতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র কর্মীরাও।তবে পরবর্তী কালে জানা যায়, ঝালদা শহরের বেশিরভাগ সিসিটিভি খারাপ।
পুলিশের দাবি, সোমবার অন্নপূর্ণা দেবীর ঘট বিসর্জনের শোভাযাত্রা চলছিল ঝালদা শহরে। পুলিশের দাবি, সেই সময় ওই শোভাযাত্রা থেকে ঝালদা পুরোনো থানার দিকে পটকা ছুড়ে মারা হয়। আর সেই পটকা থেকে ঝালদা পুরোনো থানা চত্বরে বাজেয়াপ্ত করে রাখা মোটর সাইকেলেগুলিতে আগুন ধরে যায়। যদিও মিনিট দশেকের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে পুলিশের দাবি।
নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এই ঝালদা থানায় অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্নও।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ