কলকাতা 

Suvendu Adhikari : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করলেন স্পিকার, তদন্তে প্রিভিলেজ কমিটি, প্রমাণিত হলে বড় শাস্তি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ গ্রহণ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিজেপির চার বিধায়ক এর আনা শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করলেন স্পিকার। জানা গেছে এই নোটিশ গ্রহণ করার পর তার তদন্ত করার জন্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হয়েছে।

বুধবার বিধানসভা অধিবেশন চলাকালীনই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন দুই বিধায়ক। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) অভিযোগ করেন, ওয়াকআউটের সময় শুভেন্দু তাঁকে হুমকি দিয়ে বলেছেন, বিরোধিতা করার জন্য কালই তাঁর বাড়িতে আয়কর হানা হবে। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের অভিযোগ ছিল আরও মারাত্মক। তাঁর কথায়, “আমাকে গুলি করে মারার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা।” ঘটনাচক্রে, এই দুই ব্যাক্তি তৃণমূলে নাম লেখালেও খাতায়কলমে এখনও বিজেপির (BJP) বিধায়ক। যা বিড়ম্বনা আরও বাড়িয়েছে শুভেন্দুর।

Advertisement

দুই বিধায়কের এই অভিযোগ নিয়ে তখনই উদ্বেগ প্রকাশ করেন স্পিকার। স্পিকার বলেন, “অভিযোগ অত্যন্ত গুরুতর, সদস্যদের নিরাপত্তার পাশাপাশি ব্যবস্থা নিচ্ছি।” কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রীও। মমতা বলেন, তাহলেই বুঝুন কে আয়কর দপ্তর চালায়, কেই বা চালায় সিবিআই। মুখ্যমন্ত্রীই ইঙ্গিত দেন শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা উচিত। পরে চার বিধায়ক বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস দিয়েছেন। বাগদার বিশ্বজিৎ দাস, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও কালিয়াগঞ্জের সৌমেন রায় ওই নোটিসে সই করেছেন।

রাতেই চার বিধায়কের নিরাপত্তা জোরদার করেছে রাজ্য সরকার। স্পিকার তাঁদের পাঠানো নোটিস গ্রহণও করেছেন। আজ বিধানসভায় সেটা জানিয়েও দেন স্পিকার। বিধানসভার প্রিভিলেজ কমিটি শুভেন্দুর বিরুদ্ধে ওঠা সবক’টি অভিযোগ খতিয়ে দেখবে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, “২৬ তারিখের মধ্যে প্রিভিলেজ কমিটির রিপোর্ট পেশ করতে অনুরোধ করব সদস্যদের কাছে। সেই অনুযায়ী বব্যস্থা হবে। আমরা তো ছিলাম। দেখেছি যে ভাষায় বিরোধী নেতা সদস্যদের হুমকি দিলেন, ভয় দেখালেন, তাতে মনে হয় সিবিআই-ইডির মতো সংস্থা, কেন্দ্রীয় সরকার আর তার প্রতিনিধি বিধানসভায় বসে তারাই পরিচালনা করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ