কলকাতা 

সিপিএমের রাজ্য সম্পাদক পদে মোহাম্মদ সেলিম, রাজ্য কমিটিতে সুশান্ত ঘোষ, মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য্য সহ এক ঝাঁক তরুণ, বাদ পড়লেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, গৌতম দেবের মত বামপন্থী নেতারা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: সিপিএম দলের রাজ্য সম্পাদক পদে বসলেন পলিটব্যুরোর সদস্য এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। রাজ্য পার্টির সম্পাদক পরিবর্তন করি সিপিএম দল তার দায়িত্ব শেষ করে একইসঙ্গে রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে প্রবীণ ১২ জন সিপিএম নেতাকে। জানা গেছে মোহাম্মদ সেলিম কে রাজ্য সম্পাদক করার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আকস্মিকভাবেই রাজ্য সম্পাদক পদে বসলেন মোহাম্মদ সেলিম। এক্ষেত্রে সিপিএম দলের প্রবীণ নেতাদের যুক্তি হলো রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মোহাম্মদ সেলিমের মত একজন দক্ষ যোগ্য রাজনীতিবিদ বামপন্থী রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেই লক্ষ্যেই মূলত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবর।এদিকে, প্রবীণ রাজনীতিকরা প্রায় সকলেই বাদ পড়েছেন। বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর পাশাপাশি নতুন রাজ্য কমিটিতে ঠাঁই হয়নি নেপালদেব ভট্টাচার্য, মৃদুল দে, মিনতি ঘোষ, গৌতম দেবদের।

অন্যদিকে, গড়বেতার দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা পশ্চিম মেদিনীপুরের বর্তমান জেলা সম্পাদক সুশান্ত ঘোষ (Susanta Ghosh) এলেন রাজ্য কমিটিতে। সদস্য হয়েছেন আসানসোলের সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। এছাড়া DYFI-SFI নেতৃত্বের কয়েকজনকে রাজ্য কমিটির স্থায়ী সদস্য হিসেবে আনা হয়েছে। DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য আমন্ত্রিত সদস্য ছিলেন, এবার স্থায়ীভাবে ঢুকে গেলেন রাজ্য কমিটিতে। বঙ্গ সিপিএমের সংগঠনে এত রদবদল নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Advertisement

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ