দেশ 

CWC: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেও গান্ধী পরিবারের প্রতি আস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের দায়ী মাথায় নিয়ে আজ রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করতে চান সোনিয়া গান্ধী। কিন্তু দলের অধিকাংশ নেতা ওয়ার্কিং কমিটির প্রায় সব সদস্যই সোনিয়া গান্ধীর নেতৃত্বে প্রতি আস্তা জ্ঞাপন করেন এবং তাকে সামনে থেকে নেতৃত্ব দানের অনুরোধ করেন। উত্তরপ্রদেশের নির্বাচনে ভরাডুবির সমস্ত দায় মাথায় নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চান কিন্তু তাকেও এদিন ওয়ার্কিং কমিটি পদত্যাগ করতে দেননি।

কংগ্রেস সভাপতি নির্বাচন আগামী কয়েক মাস পরেই অনুষ্ঠিত হবে মনে করা হচ্ছে আইসিসির সভাপতি হিসাবে প্রিয়াঙ্কা গান্ধীকে বেছে নিতে পারে কংগ্রেস দল। এদিকে আজকের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রাখতে গিয়ে বলেন দল যে খুব ভালো ফল করবে এই বিধানসভা নির্বাচনে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না তবে এতটা খারাপ হল করবে এটা আমাদের কাছে অপ্রত্যাশিত।

Advertisement

উল্লেখ্য,উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়া— সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কার্যত দুরমুশ কংগ্রেস। সেই শোচনীয় হারের পর রবিবাসরীয় বিকেলে প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বৈঠক শুরুর আগে জল্পনা ছড়িয়েছিল, এ বার হারের দায় নিয়ে হয়তো সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন সনিয়া গাঁধী। রাহুল বা প্রিয়ঙ্কা নয়, কংগ্রেস সভাপতি হতে পারেন মুকুল ওয়াসনিক, এমনও শোনা যাচ্ছিল। তবে ম্যারাথন বৈঠকের পর কংগ্রেস নেতৃত্ব জানালেন, সনিয়াতেই তাঁদের আস্থা অটুট। পাঁচ রাজ্যের ভোট-ফলাফল অবশ্যই তাঁদের ভাবাচ্ছে। কিন্তু তার জন্য নেতৃত্বে কোনও অদল-বদলের কারণ দেখছেন না।

বৈঠকের পর কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেন, ‘‘বৈঠকে অনেক বিষয়ে খোলাখুলি আলোচনা হয়েছে। সদস্যরা সর্বসম্মত ভাবে স্থির করেছেন সনিয়ার নেতৃত্বে তাঁদের ভরসা আছে। দলের সাংগঠনিক নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁরই সভানেত্রী থাকা উচিত।’’

যদিও সূত্রের খবর, ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া জানান, দল যদি মনে করে তবে তাঁরা তিনজনই (সনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা) নেতৃত্ব থেকে পদত্যাগ করতে প্রস্তুত। কিন্তু সনিয়ার এই প্রস্তাব সবিনয়ে সরিয়ে তাঁকেই নেতৃত্বদানের অনুরোধ করেন কংগ্রেস নেতারা। জানা গিয়েছে,পাঁচ রাজ্যের ভোটে হেরে যাওয়ার পর সংশ্লিষ্ট রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা একটি রিপোর্ট জমা দিয়েছন। বৈঠকে রাহুল গাঁধী জানিয়েছেন, এ বার রাজ্যভিত্তিক রাজনৈতিক কৌশল নিতে হবে তাঁদের। প্রিয়ঙ্কা জানান, ফলাফল যে তাঁদের পক্ষে যাবে না, সেটা অনুধাবন করেছিলেন। কিন্তু এতটা খারাপ ফল হবে আশা করেননি। সূরজেওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এর পর রাহুলই কংগ্রেস সভাপতি হবেন কি না। জবাবে তিনি জানান, ‘‘হ্যাঁ। প্রত্যেক নেতা চান রাহুল গাঁধী এগিয়ে আসুন এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিন। তবে নির্বাচন হলেই এ সব নির্ধারণ হবে।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ