কলকাতা 

Anish Khan : আনিস খান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : হাওড়া আমতার তরুণ ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। গত শুক্রবার দিবাগত রাতে পুলিশের পোশাক পড়ে এসে ছাত্রনেতা আনিস খানকে তার বাড়ির ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগ ঘিরে গত শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলছে। শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পার্ক সার্কাস সাতমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে, রবিবার সকাল থেকে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় ছাত্র সংগঠনগুলো।

রবিবার আমতায় আনিস খানের বাড়িতে যান প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ বেশ কিছু বুদ্ধিজীবী। ওইদিনই হাওড়ার গ্রামীণ এসপির অফিস ঘেরাও করা হয়। কার্যত রাজ্যজুড়ে আনিস খানকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি চলছে। গতকাল আনিসের প্রতি সংহতি জানিয়ে কলকাতা মেডিকেল কলেজের ছাত্ররা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। আজ আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজ্যের সর্বত্র প্রতিবাদ মিছিল হবে বলে জানা গেছে।

Advertisement

 

আজ বিকেল থেকেই কলকাতা শহরে আনিস খানের মৃত্যুর রহস্য তদন্তের দাবিতে, অবিলম্বে খুনিদের গ্রেফতার করার দাবিতে কলকাতা অচল হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ মালদা দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই আনিস খানের মৃত্যুরহস্য উদঘাটন এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছে ছাত্র সংগঠন গুলি। ইতিমধ্যে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর জানিয়ে দিয়েছেন যতদিন না আনিস খানের মৃত্যুরহস্য উদঘাটন হচ্ছে ততদিন এই রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই রাস্তায় থাকবে আন্দোলনের থাকবে, কর্মসূচিতে থাকবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ