কলকাতা 

Group C Recruitment: ‘অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধ হোক’, গ্রুপ সি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কৃত গ্রুপ সি র অনিয়মের সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে যে তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। এদিকে, ভুয়ো চাকরির অভিযোগে বাতিল করা হল ৩৫০ জনের চাকরি। অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে, তাই এই সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর।

এদিন, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা। ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক’। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ ধার্য করা হয়েছে।

Advertisement

এদিকে, এর আগে গ্রুপ ডি মামলায় ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত। অনুসন্ধানে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করল আদালত। কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে, ‘আদালতকে অসম্মান করছে আদালত নিযুক্ত কমিটি। আদালতের নির্দেশের পরেও কেন রিপোর্ট পেশ করা হল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? কোনও কার্যকরী পদক্ষেপ কমিটি করেছে বলে মনে করছে না আদালত। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের তরফে বলা হয়েছে, ‘১৬ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করবে সিবিআই। কাল সকালের মধ্যে সিবিআই জানাবে তারা আজকের নির্দেশের প্রেক্ষিতে কী করেছে’।

সূত্রের খবর সিঙ্গল বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার এবং এস এস সি।

এসএসসি গ্রুপ ডি (SSC Group-D) নিয়োগে দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের (Kolkata High court) পর্যবেক্ষণ, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁরা যে বেতন এখন অবধি পেয়েছেন, তা উদ্ধার করতেও নির্দেশ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে জেলা স্কুল পর্যবেক্ষককে নির্দেশ দেওয়া হয়েছিল বলে খবর। ১৪ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের কমিটিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ