কলকাতা 

TMC- IPAC: প্রশান্ত কিশোর, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভেঙে যাচ্ছে ? সিদ্ধান্ত জানাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকবে না বলেই মনে হচ্ছে । জানা গেছে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের আইপ্যাকের উপর প্রচন্ড ক্ষুদ্ধ হয়েছে । আইপ্যাক রাজ্য জুড়ে আলাদা একটা সিন্ডিকেট তৈরি করেছে তৃণমূলের একাংশের অভিযোগ । তৃণমূলের বেশ কিছুর নেতার অভিযোগ আইপ্যাকের নামে জেলাগুলিতে কার্যত একটা আলাদা প্রশাসন চলছে । দলের স্বচ্ছ ভাবমূর্তির অনেক নেতাকে আইপ্যাক ব্রাত্য রেখেছে বলে অভিযোগ ।

এমনকি যে সব নেতা আইপ্যাকের কর্মীদের গুরুত্ব দেন না , তাদের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । এসব কথা মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাল করে জানেন । এখানেই শেষ নয় , আইপ্যাক রাজ্যের আমলাদের একাংশের উপর প্রভাব খাটাচ্ছে বলেও অভিযোগ উঠেছে । এই সব দেখে শুনে গতকাল শনিবার দলের নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক শেষ করার পর , মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির আরও সাত জনের বৈঠক করেন । এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী সহ প্রথম সারির সাত জন নেতা উপস্থিত ছিলেন । সেখানে সিদ্ধান্ত হয়, প্রশান্ত কিশোর কিংবা আইপ্যাকের সঙ্গে সম্পর্ক থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ।

Advertisement

সূত্রে খবর, মমতা এবং অভিষেক বাদে দলের অন্যান্য শীর্ষনেতাদের প্রতি আইপ্যাক কর্মীদের ভূমিকা দলে তীব্র অসন্তোষের জন্ম দিচ্ছিল অনেক দিন ধরেই। নানান স্তর থেকে অভিযোগ শুনে তা খতিয়ে দেখার পর মমতা নিজেও এ নিয়ে বিরক্ত হয়ে উঠছিলেন। একদম সম্প্রতি পুরভোটের প্রার্থিতালিকা নিয়ে বিরোধ নতুন মাত্রা পায়। মমতার বিরক্তি ক্ষোভে বদলে যায়। দলের অনেক শীর্ষ নেতাও মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অবস্থান জানিয়ে বিহিত চেয়েছিলেন বলে খবর।

মমতার মনোভাব প্রকাশ্যেই স্পষ্ট হয়েছিল তিনি লখনউ সফরে যাওয়ার দিন দমদম বিমানবন্দরে। আইপ্যাক সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘‘বিষয়টি দলের অভ্যন্তরীণ বিষয় নয়। তাই এই সংক্রান্ত কোনও প্রশ্নের জবাব দেব না।’’
তবে ঘটনাক্রম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব থেকে এটা ক্রমশই স্পষ্ট হচ্ছে, আইপ্যাকের সঙ্গে সম্পর্ক খুব বেশি দিন আর থাকবে না । বরং তা কেটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ।

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ