দেশ 

TMC : রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে রাজ্যসভায় সরব তৃণমূল সাংসদরা, প্রতিবাদে ওয়াকআউট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এবার সরাসরি সংসদে সরব হলেন তৃণমূল সাংসদরা।আজ শুক্রবার রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যসভায় বাজেট অধিবেশন বয়কট করলেন তৃণমূলের সাংসদরা। বাংলার রাজ্যপালকে নিয়ে সংসদে আলোচনা চান তৃণমূল সাংসদরা। কিন্তু চেয়ারম্যান সেই প্রস্তাব নাকচ করেন। এর প্রতিবাদে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা।

প্রসঙ্গত, গত কয়েক দিনে রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত তুঙ্গে উঠেছে। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যপালকে নিয়ে মন্তব্য করেছেন।

Advertisement

গত সোমবার রাজ্যপালকে অপসারণের আবেদন নিয়ে সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আদেবন জানান তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ দিন রাষ্ট্রপতির কাছে তিনি এই আবেদন করেন। সেদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাষ্ট্রপতি মহাশয় ওঁর বক্তব্য রাখার পর প্রথম সারিতে যাঁরা বসেছিলেন তাঁদের সঙ্গে দেখা করেন। তখনই সরাসরি ওঁকে বলি। আমি অনুরোধ করি, আপনি বাংলার রাজ্যপালকে সরিয়ে নিন। দেশের সংসদীয় গণতন্ত্রের জন্য এটা ক্ষতি হচ্ছে। উনি সবসময় সকলকে বিব্রত করেন। রাষ্ট্রপতি মহাশয় শুনেছেন। বেঙ্কাইয়া নাইডুজিও ওঁর সঙ্গে ছিলেন।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ